পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমি মরে গেলে বাচ্চাদুটোকে কে দেখবে ?" আশঙ্কায় ভুগছেন অসুস্থ ভোটকর্মী

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার) তে সকাল থেকে ডাক্তার ও স্বাস্থকর্মী না থাকায় বিপাকে পড়লেন ভোট কর্মীরা।

অসুস্থ ভোটকর্মী

By

Published : Apr 17, 2019, 7:55 PM IST

Updated : Apr 17, 2019, 9:26 PM IST

জলপাইগুড়ি, 17 এপ্রিল : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার)-তে সকাল থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী না থাকায় বিপাকে পড়লেন ভোটকর্মীরা। মেডিকেল ক্যাম্পে অসুস্থ হয়ে পড়ে থাকলেও স্বাস্থ্য পরিষেবা পেলেন না তাঁরা।

DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার)-তে চূড়ান্ত অব্যবস্থার জেরে সকাল সাড়ে আটটা থেকে অসুস্থ হয়ে পড়ে থাকলেন ভোট কর্মীরা। কোনও নার্সিং স্টাফ ও অ্যাম্বুলেন্স পরিষেবাও মিলল না। শেষমেশ প্রিজ়াইডিং অফিসারদের জন্য বরাদ্দ চিকিৎসক এসে রোগী দেখে তাঁদের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকায় অসুস্থ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি।

অন্যদিকে সংবাদমাধ্যমের কর্মীরা অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়ালকে বিষয়টি জানান। তিনি ফোন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। কিন্তু, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রথমে ফোন ধরেননি। পরে ফোন ধরলে মুখ্য স্বাস্থ্য আধকারিককে ধমক দেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া। অবশেষে চিকিৎসক নিয়ে DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার) তে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার।

অসুস্থ এক ভোট কর্মী বলেন, "আমি ভোটকর্মী। কাজে যাব। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হোক। আমার বাড়িতে দুটো বাচ্চা আছে। আমি মরে গেলে কে দেখবে।" চিকিৎসক অভিষেক দে বলেন, "আমার কাছে কোনও স্টাফ নেই। আমি একা। কী করব ?"

জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, "আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোনে বলেছি ডাক্তার ও নার্সিং স্টাফ আনতে। আর আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট করার জন্য প্রস্তুত।"

Last Updated : Apr 17, 2019, 9:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details