পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siberian Tigers in Darjeeling: দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের, থাকছে আরও চমক

সুদূর ইউরোপ থেকে দার্জিলিঙের চিড়িয়াখানায় আনা হবে সাইবেরিয়ান টাইগার, বেঙ্গল সাফারিতে আসবে জেব্রা, জিরাফ ও জলহস্তী । ঘোষণা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৷

Etv Bharat
দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখ মিলবে সাইবেরিয়ার বাঘের

By

Published : Apr 4, 2023, 4:43 PM IST

দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের

দার্জিলিং, 4 এপ্রিল: পর্যটকদের আকর্ষণ করতে এবার সাজবে বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা । নিশ্চয় ভাবছেন সাফারি পার্ক, চিড়িয়াখানা আবার কি সাজবে ৷ এবার তবে খুলেই বলা যাক ৷ সাইবেরিয়ার বাঘ দেখতে পাবেন পর্যটকরা ৷ এছাড়া সোমবার আরও কিছু নতুন অতিথিদের আনার কথা জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

কয়েকদিন আগেই সাফারি পার্কে এসেছে ব্ল্যাক বাক ডিয়ার বা কৃষ্ণসার হরিণ ও হগ ডিয়ার৷ এবার বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে পশুরাজ সিংহ-সহ জেব্রা, জিরাফ ও জলহস্তি । অন্যদিকে, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে সুদূর ইউরোপ থেকে আনা হচ্ছে সাইবেরিয়ান টাইগার । ইউরোপের সাইপ্রাস চিড়িয়াখানা থেকে এক জোড়া সাইবেরিয়ান বাঘ আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও রাজ্য জু অথরিটি। আর নতুন অতিথির আগমনে আরও বেশি ওই দুই জায়গায় পর্যটকদের ঢল নামবে বলে মনে করছে পর্যটনমহল ।

এদিন বেঙ্গল সাফারি টাটা জুওলজিকাল পার্ক থেকে আনা 12টি কৃষ্ণসার হরিণ ও 4টি হগ ডিয়ারকে পর্যটকদের জন্য প্রকাশ্যে আনা হয় । দীর্ঘ এক মাস তাদের নাইট শেল্টারে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল । এদিন তাদের সেখান থেকে বের করা আলাদা আলাদা এনক্লোজারে ছাড়া হয় । পাশাপাশি এদিন কার্শিয়াঙের ডাউহিলে মিউজিয়াম, পাখি প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য বনপাল (হেড অফ ফরেস্ট ফোর্স) সৌমিত্র দাসগুপ্ত, মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায়, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী-সহ অন্যান্যরা ।

এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানাকে আরও আকর্ষিত করা হবে ৷ ইউরোপ থেকে সাইবেরিয়ান টাইগার দার্জিলিং চিড়িয়াখানায় আনা হবে । সেজন্য কেন্দ্রীয় বনমন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে । তার অনুমোদন মিলেছে । বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে । পাশাপাশি বেঙ্গল সাফারি পার্কে এর আগে সিংহ আনার কথা বলেছিলাম । তার সঙ্গে জলহস্তি, জেব্রা ও জিরাফ আনার প্রক্রিয়া শুরু হয়েছে ।"

আরও পড়ুন :বসন্তে বেঙ্গল সাফারিতে নয়া অতিথি ! এল 13টি কৃষ্ণসার ও 4টি হগ ডিয়ার

উল্লেখ্য, প্রতিদিনই বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানায় পর্যটকদের সংখ্যা বাড়ছে । পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় কর‍তে বিদেশ থেকে নতুন প্রাণী আনার উদ্যোগ নিয়েছে বন দফতর । ভুজ বা রনথম্বোর থেকে সিংহ আনার উদ্যোগ নেওয়া হয়েছে । বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে 8টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে । পর্যটকদের সংখ্যা বাড়ায় সাফারি বাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে । আনা হবে আরও বেশ কয়েকটি ভিন্ন প্রজাতির কুমিরও ।

ABOUT THE AUTHOR

...view details