শিলিগুড়ি, 1 অগাস্ট : খুশির খবর রাজ্যের একমাত্র সাফারি পার্ক শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে । সেখানে আরও একবার সন্তানসম্ভবা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার শিলা । এর আগে একটি সাদা শাবক-সহ মোট তিনটি ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছিল । সে সময় অবশ্য তার সঙ্গী ছিল স্নেহাশিস । আপাতত স্নেহাশিস কলকাতা চিড়িয়াখানায় । তাই সঙ্গী পালটে বেঙ্গল সাফারিতে থাকা অন্য একটি রয়্যাল বেঙ্গল টাইগার বিভানকে সঙ্গী করেই আরও একবার গর্ভবতী শিলা ।
লকডাউনে বন্ধ রয়েছে বেঙ্গল সাফারি পার্ক । আনাগোনা নেই পর্যটকদের । নিরিবিলিতে স্নেহাশিসের বদলে এখন বিভানকে সঙ্গী করেই ঘোরাফেরা করছে শিলা । বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষ জানাচ্ছেন আরও একবার গর্ভবতী সে । চলতি মাসেই আরও কয়েকটি রয়্যাল শাবক জন্ম দিতে পারে সে ।