পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের গর্ভবতী শিলা, এবার সঙ্গী বিভান - শিলিগুড়ির খবর

বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষ জানাচ্ছেন আরও একবার গর্ভবতী সে । চলতি মাসেই আরও কয়েকটি রয়্যাল শাবক জন্ম দিতে পারে সে ।

Bengal safari park
ফের গর্ভবতী শিলা

By

Published : Aug 1, 2020, 9:31 PM IST

শিলিগুড়ি, 1 অগাস্ট : খুশির খবর রাজ্যের একমাত্র সাফারি পার্ক শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে । সেখানে আরও একবার সন্তানসম্ভবা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার শিলা । এর আগে একটি সাদা শাবক-সহ মোট তিনটি ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছিল । সে সময় অবশ্য তার সঙ্গী ছিল স্নেহাশিস । আপাতত স্নেহাশিস কলকাতা চিড়িয়াখানায় । তাই সঙ্গী পালটে বেঙ্গল সাফারিতে থাকা অন্য একটি রয়্যাল বেঙ্গল টাইগার বিভানকে সঙ্গী করেই আরও একবার গর্ভবতী শিলা ।

লকডাউনে বন্ধ রয়েছে বেঙ্গল সাফারি পার্ক । আনাগোনা নেই পর্যটকদের । নিরিবিলিতে স্নেহাশিসের বদলে এখন বিভানকে সঙ্গী করেই ঘোরাফেরা করছে শিলা । বেঙ্গল সাফারি পার্কের কর্তৃপক্ষ জানাচ্ছেন আরও একবার গর্ভবতী সে । চলতি মাসেই আরও কয়েকটি রয়্যাল শাবক জন্ম দিতে পারে সে ।

এর আগে তিনটি শাবক জন্ম দিয়েছিল শিলা । মুখ্যমন্ত্রী তাদের নাম রেখেছিলেন কিকা, রিকা এবং ইকা । এর মধ্যে একটি শাবকের মৃত্যু হয় । যদিও বাকি দুটি শাবক বেঙ্গল সাফারি পার্কে বহাল তবিয়তে আছে । শিলা গর্ভবতী হওয়ার খবরে উচ্ছ্বসিত বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ।

ফের গর্ভবতী শিলা

ডিরেক্টর ধর্মদেব রাই নিজেই জানিয়েছেন, "আমাদের কাছে এটা দারুণ খুশির খবর । তাই এখন শিলার বিশেষ যত্নের ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রস্তুতি চলছে সন্তানসম্ভবা শিলার সন্তান প্রসবের নানা আয়োজনের ।

ABOUT THE AUTHOR

...view details