পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Cancel: বাতিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা - উত্তর পূর্ব সীমান্ত ট্রেন বাতিল

উত্তর-পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway) বাতিল করল একাধিক দূরপাল্লার ট্রেন । পাশাপাশি আংশিক বাতিল ও বিকল্প পথে চালানো হবে বেশ কিছু ট্রেন । এর জেরে বছরের শুরুতেই বিপাকে যাত্রীরা ।

Train Cancel
ETV Bharat

By

Published : Jan 3, 2023, 2:55 PM IST

Updated : Jan 3, 2023, 4:31 PM IST

শিলিগুড়ি, 3 জানুয়ারি:পরিকাঠামোগত উন্নয়নের কারণে একাধিক দূরপাল্লা ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল (Train Cancellation) করল উত্তর-পূর্ব সীমান্ত রেল । এছাড়াও আংশিক বাতিল ও বেশ কিছু ট্রেনকে বিকল্প পথে চালানো হবে বলে রেল কর্তৃপক্ষর তরফে জানা গিয়েছে ।

মূলত, উত্তর-পূর্ব সীমান্ত রেলের (Northeast Frontier Railway) কাটিহার ডিভিশনের অন্তর্গত রাঙাপানি, নিউ জলপাইগুড়ি ও আমবাড়ি ফালাকাটা সেকশনের অধীন প্রি-নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং-সহ অত্যাধুনিক প্রযুক্তির স্টেশন ইয়ার্ডয়ের উন্নয়ন ও স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ চলছে ৷ এর জেরে সাময়িকভাবে ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে । বছরের শুরুতেই দূরপাল্লার ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সাময়িকভাবে সমস্যায় পড়তে চলেছে যাত্রীরা । তবে আগামীতে পরিষেবা উন্নত করতে পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছে রেল আধিকারিকরা ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "নন ইন্টারলকিং, স্টেশন ইয়ার্ডের উন্নয়ন ও অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ করা হবে তিনটি সেকশনে । যেকারণে কিছু দূরপাল্লার ট্রেন পরিষেবা ব্যাহত হবে । আপাতত তিন দিনের জন্য কিছু ট্রেন বাতিল করা হয়েছে ।"

জানা গিয়েছে, একজোড়া নিউ জলপাইগুড়ি বনগাইগাঁও এক্সপ্রেস, এক জোড়া মালদা টাউন নিউ জলপাইগুড়ি, এক জোড়া কলকাতা-হলদিবাড়ি, এক জোড়া শতাব্দী এক্সপ্রেস, এক জোড়া নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস, এক জোড়া নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস, এক জোড়া শিলিগুড়ি জংশন কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, এক জোড়া শিলিগুড়ি জংশন এনজেপি স্পেশাল এবং দু'জোড়া এনজেপি হলদিবাড়ি প্যাসেঞ্জার মিলিয়ে মোট 14 টি যাত্রীবাহী ট্রেন 4-6 জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে । পাশাপাশি দূরপাল্লার ট্রেনের মধ্যে এক জোড়া চেন্নাই-এনজেপি এক্সপ্রেস, দু'জোড়া এনজেপি অমৃতসর কর্মভূমি এক্সপ্রেসের মধ্যে তিনটি এনজেপির পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে এবং একটি কাটিহার থেকে চালানো হবে । এনজেপি রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাগডোগরা থেকে চালানো হবে ।

আরও পড়ুন:6 ঘণ্টাতেই এবার শিলিগুড়ি টু কলকাতা, সামনের শীতের আগেই মিলবে পরিষেবা

এছাড়াও এক জোড়া শিয়ালদা-এনজেপি পদাতিক এক্সপ্রেস, অমৃতসর-এনজেপি স্পেশাল, উদয়পুর সিটি-কামাক্ষ্যা এক্সপ্রেস, রাঁচি-কামাক্ষ্যা এক্সপ্রেস, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস, উদয়পুর সিটি এক্সপ্রেস, এনজেপি-অমৃতসর স্পেশাল এক্সপ্রেস শিলিগুড়ি জংশন, বাগডোগরা, আলুয়াবাড়ি জংশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । পাশাপাশি জম্মু তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেস, অবোধ অসম এক্সপ্রেস, শিয়ালদা- আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আনন্দবিহার নহরিগুন এক্সপ্রেস, আলুয়াবাড়ি-বাগডোগরা-শিলিগুড়ি জংশন-আলিপুরদুয়ার জংশন-শামুকতলা রোড স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । অন্যদিকে, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস 6 জানুয়ারি 12টার পরিবর্তে চারটের সময় ছাড়বে ।

Last Updated : Jan 3, 2023, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details