দার্জিলিং, 8 জুন: বাদাম ভেবে গাছের বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল 20 জন নাবালক । বুধবার রাতে এমনই ঘটনা ঘটল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের বড় মণিরাম জোত এলাকায় । বর্তমানে অসুস্থ প্রত্যেকেই নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম বলেন, "নকশালবাড়িতে কিছু বালক খেলার সময় ওই বিষাক্ত ফল খেয়ে ফেলে । এরপর তারা অসুস্থ বোধ করে । দ্রুত তাদের হাসপাতালে ভরতি করা হয় । সৌভাগ্যবশত খুব বেশি ক্ষতি করতে পারেনি ফলটি । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তাদের চিকিৎসার উপর নজর রাখতে বলা হয়েছে ।"
এক অভিভাবক সোনালি লোহার বলেন, "বিকেলে মাঠে খেলতে গিয়েছিল ছেলে । বাড়ি ফিরতেই এক নাগাড়ে বমি শুরু করে । সঙ্গে তীব্র পেটের ব্যথা ছিল । পরে সে জানায় মাঠে বাদাম খেয়েছিল তারা । তারপরেই ছেলেকে হালপাতালে নিয়ে যাই ৷ হাসপাতালে আনার সময় শুনি গোটা গ্রামের বাচ্চাদের একই অবস্থা । গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে । এরপরই হাসপাতালে ভরতি করি ।"