শিলিগুড়ির কুলিপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি শিলিগুড়ি, 21 জানুয়ারি: পরপর তিনটি সিলিন্ডারে বিস্ফোরণ । সেখান থেকে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক হয়ে গিয়েছে অন্ততপক্ষে 15 টি বাড়ি ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 1 নম্বর ওয়ার্ডের কুলিপাড়ার ধরমনগর এলাকায় ৷ ধরমনগর এলাকাটির বেশিরভাগ অংশ বস্তি এলাকা এবং ঘনবসতিপূর্ণ ৷ ফলে এই আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর আহত হন চারজন (Fire broke out after Cylinder blast) ৷ তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ৷
জানা গিয়েছে, একটি বাড়িতে রান্না হচ্ছিল ৷ সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় ৷ ভয়ে বাড়ির মহিলারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে । ওই সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে ছড়িয়ে পড়ে ৷ তারপর আরও কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুনের তীব্রতা ক্রমশই বাড়তে থাকে ৷
আরও পড়ুন: কেটে গিয়েছে প্রায় 72 ঘণ্টা, সাতটি ইঞ্জিনের চেষ্টা সত্ত্বেও রায়গঞ্জে পুড়ছে পাটের গুদাম
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দেয় ৷ তবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে । সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করতে যান স্থানীয়রা ৷ তাতে চারজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ৷ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷ ইতিমধ্যে পৌরনিগমের পক্ষ থেকে এলাকা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িকভাবে কিছু জামাকাপড় এবং খাবারদাবার দেওয়ার ব্যবস্থা করছে শিলিগুড়ি পৌরনিগম ৷
ডেপুটি বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন লেগে অনেকগুলো বাড়ি পুড়িয়ে গিয়েছে ৷ বহু পরিবার সর্বস্বান্ত হয়ে গিয়েছে ৷ পৌরনিগমের তরফে সবরকম সাহায্য করা হবে ।" মহম্মদ সাইয়াজ বলেন, "আমি আগুন নেভানোর কাজ করছিলাম ৷ সেইসময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ আমি ছিটকে পড়ে যাই । পরে আরও দুটো সিলিন্ডারে বিস্ফোরণ হয় ৷ আরও তিনজন আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে।" সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগম এলাকার টিকিয়াপড়ায় একইভাবে বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও পাঁচটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়, পুড়ে খাক হয়েছিল 20 টি বাড়ি ৷ তারপরে এই ঘটনায় স্বাভাবিকভাবে পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন: মেচেদায় বিধ্বংসী আগুন! ঝলসে মৃত্যু বাবা ও মেয়ের, আহত 5