মংপং, (কালিম্পং) 28 জানুয়ারি: বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা । পথ দুর্ঘটনায় নদীতে পড়ল বোলেরো গাড়ি ৷ মৃত 4, আহত 6 বরযাত্রী ৷ প্রাণে বাঁচল নববধূ ও বর ৷ দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের রুংডুং সেতুতে ৷ শিলিগুড়ি থেকে বানারহাটে বিয়েবাড়িতে গিয়েছিলেন যাত্রীরা ৷ ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident in Kalimpong) ৷ মৃতরা হলেন, সাহিল শেখ(23), রাজু শেখ (26), শুক্লা কুণ্ডু (51), তিলক মণ্ডল (34) ৷
বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীর গাড়ি কালিম্পং জেলার মংপং থানা এলাকার রুংডুং নদীর সেতু থেকে নীচে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান দু'জন ৷ প্রাণ যায় চালকেরও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মংপং ফাঁড়ির পুলিশ ৷ ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷ জানা গিয়েছে, গাড়িতে 9 জন যাত্রী ছিলেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বাসিন্দা তিলক মণ্ডল (34), ওদলাবাড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়ির চালক মারা যান সাহিল শেখ (23) ৷ আহত হয়েছেন সুশান্ত জয় ধর (38), প্রতাপ গুপ্তা (28), পুনম ওড়াও (27), নিখিল কর্মকার (41), ফিলিপ এক্কা (35) ৷