দার্জিলিং, 9 ফেব্রুয়ারি: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা শিলিগুড়ি শহরে। এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল নেপালের দুই নাগরিকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের বাগডোগরার পানিট্যাঙ্কি সংলগ্ন কেষ্টপুর চা বাগানের এশিয়ান হাইওয়েতে (Road Accident at Bagdogra in Darjeeling)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে দুই নেপালের বাসিন্দার ৷ দুর্ঘটনায় জখম হয়েছেন আরও আট। মৃতদের নাম মাধব শর্মা (45) এবং বিজয় শর্মা (35)। ঘটনার পর এলাকাবাসীরা নিহত ও আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। নিহতদের সেখানেই ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। তবে আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক। জানা গিয়েছে, এদিন সকালে এনজেপি থেকে নেপালে বাড়ি ফিরছিলেন ওই দেশের দুই নাগরিক ৷ সেই সময়ই ওই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, অসম থেকে ট্রেনে ভোরবেলা এনজেপি রেলস্টেশনে(NJP Rail Station) পৌঁছয় নেপালের পরিবারটি। এরপর এনজেপি থেকে নেপালে যাওয়ার জন্য একটি চারচাকা গাড়ি ভাড়া করে। এশিয়ান হাইওয়ে ধরে পানিট্যাঙ্কি সীমান্তে যাওয়ার আগে কেষ্টপুর মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নেপালি পরিবারের দুই সদস্যের। আহত খর্গ বাহাদুর নেওয়ার বলেন, "ট্রেন থেকে নেমে গাড়ি ধরি। আমরা ক্লান্ত থাকায় গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। আমার মাথা ফেটে যায়। চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হয়।"
আরও পড়ুন:হেমতাবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে 20
যদিও দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে ৷ এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "ইতিমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়েছে। কী করে দুর্ঘটনাটি হল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"