পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Flash Flood in Sikkim: লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি ! তছনছ গোটা উত্তর সিকিম, নিখোঁজ 23 সেনা আধিকারিক - মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর সিকিম

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ৷ প্রবল বর্ষণে জল বেড়েছে তিস্তায় ৷ একটি সূত্রের দাবি, কমপক্ষে 23 জন সেনা আধিকারিকের খোঁজ মিলছে না ৷

ETV Bharat
সিকিমে মেঘভাঙা বৃষ্টি

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 9:39 AM IST

Updated : Oct 4, 2023, 10:17 AM IST

দার্জিলিং, 4 অক্টোবর: হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা ৷ নিখোঁজ কমপক্ষে 23 জন সেনা আধিকারিক ৷ উত্তর সিকিমের লোহনাক লেকে এই প্রাকৃতিক বিপর্যয়ে জলস্তর বেড়েছে লাচেন উপত্যকার তিস্তা নদীতে ৷ প্রবল বেগে বইছে তিস্তা ৷ এই পরিস্থিতিতে চুংথাং বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়তে হয়েছে ৷ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক এলাকাও ৷ সেনা বাহিনীর বেশ কিছুও গাড়ির খোঁজ মিলছে না ৷

ফুলে ফেঁপে উঠেছে তিস্তা ৷ জলের স্রোতে ভেঙে গিয়েছে সিকিমের চুংথাং ও মঙ্গন জেলার যোগাযোগের মূল বাঁধটি । ফলে চুংথাংয়ের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, জলের তোড়ে বেশ মঙ্গন-সহ উত্তর সিকিমের অধিকাংশ রাস্তা, এলাকা প্লাবিত হয়ে গিয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে, সিকিমের চুংথাং বাঁধ ভেঙে তিস্তার জল আসছে ৷ ফলে সেখানে ক্ষতির পরিমাণ বেশি ৷ সিংটাম, ইন্দ্রেনী ফুটব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তিস্তার লোয়ার ক্যাচমেন্টও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর ৷ সাম্প্রতিককালে সিকিমে এমন ঘটনা ঘটেনি বলেই মনে করছে প্রশাসনের একটা বড় অংশ ৷

আরও পড়ুন: বন্ধ জাতীয় সড়ক, তিস্তার ভয়াল গ্রাসে জলের তলায় একাধিক গ্রাম

তিস্তা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উত্তর ও পূর্ব সিকিমে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ তবে বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে মনে করছে সিকিমের প্রশাসনিক আধিকারিকরা ৷ উত্তর সিকিমের মঙ্গন জেলার পুলিশ সুপার সোনম দেচু জানিয়েছেন, জেলাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ নিচু ও নদী সংলগ্ন সব থানাকে সতর্ক করা হয়েছে ৷ তিস্তা নদীর তীরে বসবাসকারী বাসিন্দাদের তড়িঘড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

এই ঘটনায় গ্যাংটকের পুলিশ সুপার তেনজিং লোডেন লেপচা বলেন, "সিংটাম এবং রংপোর বাসিন্দাদের উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিজে এই পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে ৷ উদ্ধারকার্য এবং ত্রাণ পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে ৷"

এদিকে, মাল্লির কাছে তিস্তার গর্ভে চলে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক ৷ এর ফলে তিস্তা বাজার থেকে মাল্লি হয়ে, আবার শিলিগুড়ি থেকে মাল্লি হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ৷ মাল্লির পাশাপাশি সিংটামেও তিস্তার জল রাস্তার উপর উঠে এসেছে ৷ এমনকী তিস্তার জল ঢুকে পড়েছে পাহাড়ি জনবসতি এলাকাতেও ৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে ৷ এই অবস্থায় শিলিগুড়ি থেকে গ্যাংটক যোগাযোগের একমাত্র পথ নামচি, জোরথাং, টাকভার, দার্জিলিং হয়ে যানবাহন চলাচল বন্ধ করেছে প্রশাসন ৷

আরও পড়ুন: বিপর্যস্ত সিকিম, ফুলেফেঁপে উঠল তিস্তা! জলপাইগুড়িতে বন্যার আশঙ্কা

Last Updated : Oct 4, 2023, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details