পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্বিতীয় দিনে আরও ভয়ানক শিলিগুড়ি, সাফাইকর্মীদের আলোচনার ডাক পৌরপ্রশাসনের - সাফাইকর্মীদের আলোচনার ডাক পৌরপ্রশাসনের

ধর্মঘটের দ্বিতীয় দিনেও একই ক্ষোভ সাফাইকর্মীদের । রাস্তায় আবর্জনা ফেলে চলছে বিক্ষোভ । বৃসহস্পতিবার বিকেলে বিক্ষোভকারীদের আলোচনার জন্য ডাকলেন শিলিগুড়ি পৌরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।

second day of agitation of sweepers are more effective
দ্বিতীয় দিনে আরও ভয়ানক শিলিগুড়ি

By

Published : Feb 18, 2021, 2:29 PM IST

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগমের সাফাই কর্মীদের কর্মবিরতির দ্বিতীয় দিনে শহর এখন আবর্জনাময় । বৃহস্পতিবার শহরের জেলা হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখায় সাফাই কর্মীরা । আবর্জনার গাড়ি আটকে ভাঙচুরের অভিযোগও উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে । অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা । শেষ পর্যন্ত আলোচনার জন্য বিক্ষোভকারীদের ডাকেন পৌরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।

বেতন বৃদ্ধিসহ একাধিক দাবি নিয়ে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি পৌরনিগমের সাফাই কর্মীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে । এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ দেখায় তাঁরা । বৃহস্পতিবার সকালে তাঁদের আন্দোলনের দ্বিতীয় দিনে মাত্রা আরও বৃদ্ধি পায় । এদিন তাঁরা ফের বাঘাযতীন পার্কের সামনে আবর্জনা ফেলার পাশাপাশি হিলকার্ট রোড এবং জেলা হাসপাতালের সামনে আবর্জনা ফেলে বিক্ষোভ দেখায় । পথচারীরা সেই আবর্জনার ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হয় । পাশাপাশি হাসমিচকে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা ।

আরও পড়ুন : রাস্তার মাঝে আবর্জনার গাড়ি ও ভ্যাট উলটে বিক্ষোভ সাফাইকর্মীদের

বিক্ষোভকারীরা আবর্জনা ফেলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাঘাযতীন পার্ক থেকে কোদাল, ঝাটা ঝুড়ি হাতে নিয়ে সাফাই কর্মীরা মিছিল করে । আন্দোলনের সময় পৌরনিগমের একটি আবর্জনার গাড়ি রাস্তায় দেখতে পেয়ে তাতে চড়াও হয় বিক্ষোভকারীরা । গাড়িটিতে ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ । শেষ পর্যন্ত আলোচনার জন্য আন্দোলনকারীদের ডাকেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । এদিন বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পৌরনিগমের প্রশাসক বোর্ড বৈঠকে বসবেন বলে সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details