শিলিগুড়ি, 21 এপ্রিল :মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিলিগুড়ি উচ্চ বালক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক (school teacher arrested for allegedly molesting woman in siliguri) । দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানোর পর বুধবার বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ বাড়ির পাঁচিল টপকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে পালটা অভিযোগ তুলেছে ওই শিক্ষক ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম প্রবীর কুমার বর্মন । দীর্ঘদিন ধরে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের বাংলা বিষয়ের শিক্ষকতা করছেন । তার উপর শ্লীলতাহানি-সহ সম্পত্তি লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলেন এক মহিলা । মহিলা শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির বাসিন্দা । তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলিগুড়ির রবীন্দ্রনগরে অবস্থিত তাঁর শ্বশুর বাড়িতে যাতায়াত ছিল শিক্ষক প্রবীর বর্মনের । মহিলার স্বামী ওই শিক্ষকের ছাত্র । সেই সূত্রে বাড়িতে যাতায়াত ছিল প্রবীরের । মহিলার শ্বশুরের মৃত্যুর পর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত ৷ এতে মহিলার স্বামী, শাশুড়িও জড়িত রয়েছে । তাঁর আরও অভিযোগ, শ্বশুর মারা যাওয়ার পর ওই বাড়িতে মদ্যপ অবস্থায় বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করত প্রবীর বর্মন ।
আরও পড়ুন :কালিয়াচকে অষ্টম শ্রেণির পড়ুুয়াকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2