শিলিগুড়ি, 17 জানুয়ারি: রুবেলার টিকা নিয়ে সোমবার রাজ্যে প্রথম মৃত্যু হয়েছে শিলিগুড়ির বাসিন্দা এক নাবালিকার ৷ এমনটাই অভিযোগ উঠেছিল । সেই ঘটনার পর এবার রুবেলার টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ল এক স্কুল ছাত্রী । এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরে (Rubella Vaccination in Siliguri)। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুল ছাত্রীর নাম সুচরিতা মণ্ডল । সে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ৷
এক নাবালিকার মৃত্যুর পর ফের একজনের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় একদিকে আতঙ্কিত অভিভাবকমহল ৷ অন্যদিকে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষও । সোমবার খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণির ছাত্রী অনন্যা সরকার । জানা যায়, স্কুলে টিকাকরণের 30 মিনিট পর বাড়ি যাওয়ার সময় স্কুলের পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে । তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যাম্বুলেন্স করে স্থানীয় বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠায় । পরে সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর ।
আরও পড়ুন :পথশিশু ও স্কুলছুটদের জন্য হাম ও রুবেলা টিকাকরণ অভিযান