পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউ নর্মালে প্রথম সামিট, আমা দেবলাম শৃঙ্গ জয়ে বেরোলেন 4 বাঙালি - দেবাশিস বিশ্বাস

শিলিগুড়ি থেকে যাত্রা শুরুর আগে তাঁদের শুভেচ্ছা জানাল ন্য়াফ ৷ কোভিড পরিস্থিতিতে বহু কষ্টে অনুমতি পেয়েছেন বলে জানালেন দেবাশিস বিশ্বাস ৷ নিউ নর্মালে এটাই তাঁদের প্রথম সামিট ৷

satyarup-sidhant-and-his-team-goes-for-their-first-summit-in-new-normal-at-ama-deblam
নিউ নর্মালে প্রথম সামিট, আমা দেবলাম শৃঙ্গ জয়ে বেরোলেন 4 বাঙালি

By

Published : Nov 2, 2020, 5:32 PM IST

শিলিগুড়ি, 2 নভেম্বর : কোরোনার সংকট এখনও কাটেনি ৷ আতঙ্কের জেরে প্রথমবার দুর্গা পুজোর সময় প্রায় সব বাঙালিই ঘরবন্দী হয়ে থেকেছেন ৷ কিন্তু, রক্তে যাঁদের অ্য়াডভেঞ্চার তাঁদের কি আটকে রাখা যায়? তাই কোভিড আতঙ্ককে সঙ্গী করেই তল্পিতল্পা গুছিয়ে পর্বত জয় করতে বেরিয়ে পড়েছেন 4 বাঙালি ৷ নেপালের আমা দেবলাম শৃঙ্গ জয় করতে সড়কপথে রওনা দিলেন সত্য়রূপ সিদ্ধান্ত, মলয় মুখোপাধ্য়ায়, দেবাশিস বিশ্বাস এবং কিরণ পাত্র ৷

শিলিগুড়ি থেকে যাত্রা শুরুর আগে তাঁদের শুভেচ্ছা জানাল ন্য়াফ ৷ কোভিড পরিস্থিতিতে বহু কষ্টে অনুমতি পেয়েছেন বলে জানালেন দেবাশিস বিশ্বাস ৷ নিউ নর্মালে এটাই তাঁদের প্রথম সামিট ৷ কোভিড আবহে আমা দেবলাম পর্বতের মত দুর্গম শৃঙ্গ জয় করা সহজ নয় ৷ কিন্তু এর আগেও এমন চ্যালে৷ঞ্জ তাঁরা নিয়েছেন ৷ তাই ঝুঁকি আছে জেনেও, পর্বতারোহণের নেশায় কোমর বেঁধে নেমে পড়েছেন সত্য়রূপ সিদ্ধান্তরা ৷ কোভিড পরিস্থিতি এবং আনলক পর্বে তাঁদের এই সামিট, ফলে বাড়তি একটা উত্তেজনা কাজ করছে 4 বাঙালি পর্বতারোহীর মধ্যে ৷

তবে, নয়া পরিস্থিতিতে সামিট করার আগে সব ধরনের স্বাস্থ্য় বিধি মানতে হবে সত্য়রূপ সিদ্ধান্ত, মলয় মুখোপাধ্য়ায়, দেবাশিস বিশ্বাস এবং কিরণ পাত্রদের ৷ আরটিপিসিআর পরীক্ষার মাধ্য়মে প্রথমে কোভিড সংক্রমণ মুক্ত প্রমাণ করতে হবে ৷ তবে, কোভিড পরিস্থিতিতে আর্থিক সমস্য়াও শৃঙ্গ জয়ের জন্য় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই চার বাঙালি পর্বতারোহীর জন্য় ৷ তবে, সেই বাধা কাটিয়ে সড়কপথে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details