পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বিনয় ভোট পাবে না", মনোনয়ন জমা পাহাড় মহিলা তৃণমূল কংগ্রেস শাখা নেত্রীর - tmc

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিনে আচমকা সারদা সুব্বা রাই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন । তৃণমূল সমর্থিত মোর্চার বিনয়পন্থী জোটের প্রার্থীর বিরুদ্ধে এই পদক্ষেপ । তবে বিষয়টি ভালোভাবে নেয়নি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বিনয় শিবির ।

সারদা সুব্বা রাই

By

Published : Apr 30, 2019, 12:56 PM IST

Updated : Apr 30, 2019, 5:43 PM IST

দার্জিলিং, 30 এপ্রিল : বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন পাহাড় মহিলা তৃণমূল কংগ্রেস শাখা নেত্রী সারদা সুব্বা রাই । তৃণমূল সমর্থিত মোর্চার বিনয়পন্থী জোটের প্রার্থীর বিরুদ্ধে এই পদক্ষেপ । মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিনে আচমকা তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন ।

মনোনয়ন পত্র জমা দিয়ে সারদা বলেন, "পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম চলছে । ভলান্টিয়র শিক্ষকরা ভুয়ো কাগজ তৈরি করে শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিচ্ছেন । মোর্চার বিনয়পন্থী গোষ্ঠীর কর্মী-সমর্থকরা বিভিন্ন কাজে বাড়তি সুবিধা পাচ্ছে । এভাবে চলতে পারে না ।"

বিনয় তামাঙের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "১০৫ দিন পাহাড় বনধ আন্দোলনের সময় যার অন্য়তম ভূমিকা ছিল, তিনিই এবার উপ নির্বাচনে কেন্দ্রের প্রার্থী । তাই পাহাড়ের মানুষ বিনয়কে ভোট দেবে না ।"

তৃণমূল বিনয়কে সমর্থন করেছে । দলের নির্দেশ অমান্য করে বিনয়ের বিরুদ্ধে মনোনয়ন জমা দেওয়া নিয়ে সারদার সাফাই এখনও তিনি দলের অনুগামী। দলের পথেই চলছেন তিনি । পাহাড়ের পুরোনো নেত্রী হওয়ায় দল থেকে স্বেচ্ছায় পদত্যাগও করতে চান না তিনি । তবে দল কোনও ব্যবস্থা নিলে তখন মেনে নিতে হবে । তাঁর মতে, বিষয়টি বুঝবেন মমতা বন্দোপাধ্যায় । বিনয় তামাং তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হননি । তিনি নির্দল প্রার্থী । তৃণমূল কংগ্রেস তাঁকে সমর্থন করেছে মাত্র ।

বিনয় প্রার্থী হলেও ভোট পাবেন না বুঝতে পেরেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সারদা । তবে বিষয়টি ভালোভাবে নেয়নি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বিনয় শিবির । বিনয় তামাং আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন । গতকাল BJP-GNLF-বিমলপন্থি জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা করেন নিরোজ জিম্বা । পাশাপাশি আরও আটজন মনোনয়ন পত্র জমা করেন ।

Last Updated : Apr 30, 2019, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details