শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি : ভোটে পরাজিত হয়ে ফুলের তোড়া, মিষ্টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের বাড়িতে বিজেপি বিধায়ক । বিজয়ী প্রার্থীর পা ছুঁয়ে প্রণাম ৷ এটা রাজনৈতিক সৌজন্যতা নাকি দলবদলের পরিকল্পনা ? বৃহস্পতিবার সকালে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বর্ষীয়ান নেতা প্রতুল চক্রবর্তীর বাড়িতে যান ৷ এমন ঘটনা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ৷ যদিও দুই নেতাই এমন কানাঘুষোয় জল ঢেলে একে সৌজন্যতা বলে উল্লেখ করেছেন (Sankar Ghosh meets Pratul Chakraborty to congratulate over his victory in SMC Election 2022) ৷
প্রসঙ্গত, শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি । মাত্র পাঁচটি আসনে জয় লাভ করেছে গেরুয়া শিবির । নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস । বাইশের পৌরনিগম নির্বাচনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে মেয়র প্রজেক্ট করে পৌরযুদ্ধে নেমেছিল পদ্মফুল । কিন্তু নিজের গড় ও বাসস্থান 24 নম্বর ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা প্রার্থী প্রতুল চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন তিনি । এমনকি ফলাফলের নিরিখে তৃতীয় স্থানে চলে গিয়েছেন শঙ্কর ঘোষ ।
আরও পড়ুন : SMC Election Result 2022 : ‘‘আমার পরাজয় অপ্রত্যাশিত", হেরে মুহ্যমান শঙ্কর ঘোষ