শিলিগুড়ি, 19 মে: কনটেনমেন্ট জ়োন ঘোষণা করার পর আজ দ্বিতীয় দিনে এলাকায় রাসায়নিক স্প্রে করে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । শিলিগুড়ির বাবুপাড়া ও ডাঙ্গিপাড়ায় নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে স্প্রে করছেন দমকল কর্মীরা ।
শিলিগুড়িতে কনটেনমেন্ট জ়োনগুলিতে চলছে স্যানিটাইজ়েশনের কাজ - sanitizing work
শিলিগুড়িতে নতুন করে দু'টি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । সেই এলাকাগুলিতে স্যানিটাইজ়েশনের কাজ শুরু হল । দমকল কর্মীরা জীবাণুনাশক স্প্রে করছেন ।
গতকালই শিলিগুড়িতে আরও দুই কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । এই পরিস্থিতিতে এলাকা স্যানিটাইজ় করার পাশাপাশি আক্রান্তদের COVID হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আজ সকাল থেকে এলাকায় ফের স্যানিটাইজ়েশনের কাজ শুরু করেছে দমকল । বাবুপাড়া এলাকায় দমকল কর্মীরা সকাল থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকায় স্যানিটাইজ়েশনের কাজ চালাচ্ছেন ।
ডাঙ্গিপাড়া এলাকাকেও একইভাবে স্যানিটাইজ়় করার কাজ শুরু করেছেন দমকল কর্মীরা । রাস্তায় ব্যারিকেড দিয়ে দু'টি কনটেনমেন্ট জ়োন চিহ্নিত করে দেওয়া হয়েছে । যেসব গাড়ি এলাকায় চলাচল করছে সেগুলিকে স্যানইটাইজ় করার পাশাপাশি রাস্তাঘাটও স্যানিটাইজ়় করা হচ্ছে ।