সত্যজিতের নামাঙ্কিত উৎসবে শৈলরানিতে এসে স্মৃতিমেদুর পুত্র সন্দীপ শিলিগুড়ি, 12 জানুয়ারি: মহারাজা, তোমারে সেলাম ! বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সব থেকে বড় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত সপরিবারে পুরো রায় পরিবার। দীনবন্ধু মঞ্চ উপদেষ্টা কমিটি ও দার্জিলিং জেলা তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায় সত্যজিৎ রায়ের উপর চলচ্চিত্র উৎসবের (North Bengal Film Festival) আয়োজন করা হয়েছিল শিলিগুড়িতে। আর উৎসবের উদ্বোধনে এলেন সত্যজিৎ রায়ের পুত্র তথা প্রখ্যাত চিত্র পরিচালক সন্দীপ রায়।
সন্দীপ রায়ের কথা:তবে তিনি একা নন, পুরো পরিবার নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। বাবার উপর এত বড় ধরনের চলচ্চিত্র উৎসবের আয়োজন দেখে উৎফুল্ল গোটা পরিবার। বাবার সঙ্গে উত্তরবঙ্গের আনাচে কানাচে শ্যুটিংয়ের দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে দেখা গেল সন্দীপ রায়কে। বাবার স্মৃতিচারণা করে আবেগপ্রবণ সন্দীপ রায় (Sandip Ray Recalls Memory of His Father)। তিনি বলেন, "বাবাকে নিয়ে এতো বড় মাপের চলচ্চিত্র উৎসব এর আগে হয়নি। আমরা ভীষণ খুশি। উত্তরবঙ্গ পুরো রায় পরিবারের মনের কাছের জায়গা। বাবাও করেছে আর আমিও প্রচুর জায়গায় শ্যুটিং করেছি। যখন প্রস্তাব এল আমি এক মিনিটও চিন্তা করিনি আসার জন্য।"
আরও পড়ুন:দেশে মতপ্রকাশ ও নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে, কলকাতায় দাঁড়িয়ে মন্তব্য অমিতাভের
অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যানের কথা:মূলত দীনবন্ধু মঞ্চর উপদেষ্টা কমিটির পক্ষ থেকে ওই উৎসব করা হচ্ছে। আজ থেকে 21 জানুয়ারি পর্যন্ত দীনবন্ধু মঞ্চে সত্যজিৎ রায়ের 19টি সিনেমা দেখানো হবে। এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে থাকার কথা রয়েছে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। সকলে যাতে দেখতে পারেন তাই প্রবেশ অবাধ রাখা হয়েছে বলে জানালেন দীনবন্ধু মঞ্চের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা মেয়র গৌতম দেব। গৌতম দেব বলেন, "আমরা চাই আপামর চলচ্চিত্রপ্রেমী মানুষ এই উৎসবে আসুক। তাই আমরা প্রবেশ অবাধ রেখেছি। তবে ঢোকার জন্য একটা কার্ড নিয়ে ঢুকতে হবে। তা পাওয়া যাবে দীনবন্ধু মঞ্চের টিকিট কাউন্টারে।"
শিলিগুড়ি শহরে প্রতি বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়। কলকাতা চলচ্চিত্র উৎসব শেষ হলেই শিলিগুড়িতেও একইভাবে উৎসব শুরু হয়। কিন্তু এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের উপর চলচ্চিত্র উৎসব হচ্ছে। শিলিগুড়িতে এ ধরনের উৎসব এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন বিকেল 4টে ও সন্ধ্যা 7টায় দু'টো শো করা রয়েছে। বাচ্চাদের জন্যও সিনেমা থাকছে। তাই বিদ্যালয়ের পড়ুয়াদের আনার ব্যবস্থা করা হবে। বাচ্চাদের জন্য থাকছে গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, সোনার কেল্লা। এছাড়া নায়ক, পথের পাঁচালি, জলসাঘর, প্রতিদ্বন্দ্বী-সহ আরও অনেক সিনেমা দেখানো হবে। এদিন চলচ্চিত্র উৎসব উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে দীনবন্ধু মঞ্চ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়।