দার্জিলিং, 14 এপ্রিল: স্বাধীনতার পর 75টি বছর কেটে গিয়েছে ৷ এতদিনে শৈলরানি দার্জিলিং পেল তার প্রথম মহিলা পাইলট সাক্ষী প্রধানকে ৷ দার্জিলিংয়ের প্রথম মহিলা এই বিমানচালকের বয়স মাত্র 24 ৷ অল্প বয়সেই বাজিমাত করেছেন গোর্খা সন্তান ৷ এখন পাহাড়জুড়ে চর্চার বিষয় শৈলশহরের এই কন্যা ৷ আসন্ন মে মাস থেকে তিনি বিমানচালক হিসেবে নতুন পথ চলা শুরু করবেন ৷
দার্জিলিংয়ের সাধারণ পরিবেশে বড় হয়েছেন সাক্ষী ৷ সেখান থেকে আজ তিনি বাণিজ্যিক বিমানচালক ৷ স্বভাবত, এই ঘটনায় গর্বিত সকলেই ৷ 2000 সালের 10 মে মিরিকের ডিবি গিরি রোডে জন্মগ্রহণ করেন সাক্ষী ৷ বাবা রুকেশ মণি প্রধান এবং মা বন্দনা মুখিয়ার (প্রধান) একমাত্র মেয়ে ৷ রুকেশ মণির পেশায় ছাপাখানা ব্যবসায়ী ৷
দার্জিলিংয়ের বেথানি স্কুল থেকে সাক্ষী প্রথমে তাঁর প্রাথমিক স্তরের শিক্ষা শুরু করেন ৷ পরে লরেটো কনভেন্ট স্কুল থেকে আইসিএসসি পাশ করেন ৷ উচ্চমাধ্যমিকে শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন ৷ শৈশব থেকেই লেখাপড়ায় ভালো ছিলেন সাক্ষী ৷ ছোটবেলার স্বপ্ন ছিল, তিনি একদিন পাইলট হবেন ৷ আর সেই ইচ্ছাশক্তিতে ভর করে আজ তিনি একজন দক্ষ পাইলট ৷