পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saif Ali Khan at Darjeeling : করিনার টানে তৈমুরকে নিয়ে শৈলশহরে সইফ - Kareena at Darjeeling for shooting

বৃহস্পতিবার বিকেলে ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন সইফ আলি খান (Kareena at Darjeeling for shooting)। আপাতত চার থেকে পাঁচ দিন থাকবেন শৈলশহরে । শ্যুটিং সেরে স্ত্রী করিনা ও দুই ছেলের সঙ্গেই ফেরার কথা রয়েছে নবাবের (Saif Ali Khan at Darjeeling) ।

Saif Ali Khan visits Darjeeling with son Taimur
Saif Ali Khan

By

Published : May 19, 2022, 7:32 PM IST

দার্জিলিং, 19 মে : বউ রয়েছে শুটিয়ের কাজে শৈলশহরে ৷ বাণিজ্য শহরে কি আর মন টেকে নবাবের ! তাই সটান মুম্বই থেকে ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে করিনার কাছে হাজির হলেন সইফ আলি খান ৷ কানাঘুষো শোনা যায় বউয়ের টানেই নাকি দার্জিলিংয়ে বলিউডের 'নবাব' ৷ এতদিন করিনাকে না-দেখে সইফ আর থাকতে পারছেন না মুম্বইয়ে ৷ বৃহস্পতিবার বিকেলে ছোটে নবাব ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন । এদিন বিমানবন্দরে তাঁকে দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পরে । শৈলশহরেই সুজয় ঘোষ পরিচালিত 'ডিভোশন' সিনেমার শ্যুটিয়ে ব্যস্ত স্ত্রী করিনা কপুর খান । সঙ্গে রয়েছে ছোট ছেলে জাহাঙ্গীরও (Saif Ali Khan visits Darjeeling with son Taimur) ।

করিনা-সইফ সবসময়ই হট টপিক ৷ লাইমলাইটে থাকেন নানা বিষয় নিয়ে প্রায়শ্যই ৷ আর করিনা-সইফয়ের প্রেম যে দিন দিন বাড়ছে বই কমছে না, তা বলার অবকাশ রাখে না ৷ এই 'হট অ্যান্ড হ্যাপেনিং' জুটির রসায়নের পারদ যে এখনও তুঙ্গে, সইফের শৈলশহরে করিনার কাছে আসা তারই কি ইঙ্গিত দিল !

বর্তমানে দার্জিলিংয়ে শ্যুটিং করছেন করিনা (Kareena at Darjeeling)। এরই মাঝে আজ দার্জিলিয়ে আসেন সইফ । তিনি অবশ্য পুরোপুরি ঘোরার আমেজে দার্জিলিংয়ে এসেছেন বলে জানা গিয়েছে । সেখানে টাইগার হিল-সহ অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিতে ঘুরবেন সইফ । তিনি আপাতত চার থেকে পাঁচ দিন থাকবেন শৈলশহরে । শ্যুটিং সেরে স্ত্রী করিনা ও দুই ছেলের সঙ্গেই ফেরার কথা রয়েছে নবাবের ।

আরও পড়ুন :Kareena Kapoor Khan at Darjeeling : সুজয় ঘোষের ফিল্মের শ্যুটিয়ে জেহকে নিয়ে দার্জিলিয়ে করিনা

মুভিক্রাফট মিডিয়ার কো-অর্ডিনেটর চৈতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী কয়েকদিন শৈলশহর দার্জিলিং-এর বেশ কিছু জায়গায় ঘুরে বেড়াবেন সইফ আলি খান । তার পাশাপাশি স্ত্রী করিনা কাপুরে খানের ওয়েব সিরিজ শুটিং চলছে পাহাড়ে । সেখানেও যেতে পারেন তিনি ।"

ABOUT THE AUTHOR

...view details