শিলিগুড়ি, ২৭ এপ্রিল : করোনা মোকাবিলায় শিলিগুড়িতে তৈরি করা হচ্ছে সেফ হোম । থাকছে সংক্রমিত রোগীদের সবরকম মনোরঞ্জনের ব্যবস্থা । ওয়াইফাই থেকে টিভি, দাবা থেকে ক্যারাম । সবকিছুরই ব্য়বস্থা থাকছে সেখানে ৷
কোভিডে আক্রান্তের সংখ্য়া দিন দিন বাড়ছে রাজ্য়ে ৷ এই পরিস্থিতিতে কোভিড চিকিৎসার বেড বাড়ানোর পাশাপাশি সেফ হোম বাড়ানোর চেষ্টা করছে রাজ্য় সরকার ৷ সেইমতো শিলিগুড়িতে সংক্রামিত রোগীদের জন্য় সেফ হোম চালু করা হচ্ছে ৷ আর সেখানে সংক্রমিত রোগীরা যেন কোনওভাবেই হীনমন্যতায় না ভোগেন সেদিকটিও নজর রাখা হবে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের তরফে ।
সেফ হোম পরিদর্শনে গৌতম দেব আরও পড়ুন-বীরভূমে ভোটের আগে অনুব্রতকে নজরবন্দি করল নির্বাচন কমিশন
চলতি সপ্তাহেই সেফ হোম শুরু হতে চলেছে শিলিগুড়ি পৌরনিগমের ইন্ডোর স্টেডিয়ামে। তবে গতবারের থেকে এবার বাড়ানো হয়েছে শয্যার সংখ্যা । আগে ৫০টি শয্যা নিয়ে শুরু হয়েছিল সেফ হোমটি । এবার সংক্রমণের হার বাড়তে সেই সংখ্যা বাড়িয়ে ৭০টি করা হয়েছে । পাশাপাশি গুরুতর অসুস্থ সংক্রমিত রোগীদের জন্য রাখা হবে ১৬টি শয্যায় থাকছে অক্সিজেনের ব্যবস্থা । পৌরনিগমের তরফে ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হোম করার কাজ শেষ । বুধবার তা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেবে পৌর কর্তৃপক্ষ । আজ পরিস্থিতি খতিয়ে দেখতে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব । তিনি বলেন, "রোগীদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি মনোরঞ্জনের দিকেও নজর রাখা হয়েছে । চলতি সপ্তাহেই শুরু হবে সেফ হোমটি ।"