শিলিগুড়ি, 26 নভেম্বর:"আপনি যতই জাত গোখরো হন, বাংলার প্রতিটি বাড়িতে মহিলারা কার্বোলিক অ্যাসিড তৈরি রেখেছেন !" শনিবার ঠিক এই ভাষাতেই বিজেপি-এর তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) তুলোধনা করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) ৷ আর তাঁকে যোগ্য সঙ্গত দিলেন রাজ্য়ের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)৷
এদিন শিলিগুড়ির (Siliguri) বাঘাযতীন পার্ক ময়দানে বিজেপি-এর বিরুদ্ধে বাংলাভাগের চক্রান্তের অভিযোগ তুলে একটি প্রতিবাদী জনসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস (TMC Rally) ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার সদস্যদের সহযোগিতায় নিয়ে এই জনসভার আয়োজন করেছিল দলের মহিলা ও যুব শাখা ৷ এই কর্মসূচির মঞ্চ থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আক্রমণ শানান সায়নী ও শশী ৷
সায়নী ঘোষের নিশানায় 'মহাগুরু' ৷ আরও পড়ুন:মিঠুন মানসিক রোগী, চিকিৎসার প্রয়োজন, কটাক্ষ কাকলির
এদিনের এই খোলা মঞ্চ থেকে শশী পাঁজা বলেন, "মিঠুন চক্রবর্তী সিবিআই আর ইডি-এর চাপেই দলত্যাগ করেছেন ৷ প্রতিবার নির্বাচনের আগে বিজেপি যে বাংলাভাগের ইস্যু তোলে, সেটা নোংরা রাজনীতি ৷ বাংলা কারও পৈতৃক সম্পত্তি নয় ৷ কোনও বাংলাভাগ হবে না ৷" এরপরই তিনি মিঠুন চক্রবর্তীর একটি মন্তব্য সম্পর্কে বলেন, "সারা ভারতে বিজেপি-এর ভালো পরিস্থিতি নেই ৷ বাংলাতে তো নেই-ই ৷ এখন তিনি যে জোটের কথা বলছেন সেটা আসলে অশুভ আঁতাত ৷ আর বাংলার মানুষ এই আঁতাতের জবাব খুব ভালো দিতে পারে ৷" পাশাপাশি, এদিন রাজ্যে 'অতি জরুরি অবস্থা' চলছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই প্রসঙ্গে শশী পাঁজা বলেন, "রাজ্যে কোনও জরুরি অবস্থা নেই ৷ প্রত্যেকটা মানুষ বহাল তবিয়তে রয়েছে ৷ বাংলার মানুষ স্বস্তিতে আছে ৷ আমরা একা প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছি ৷ তাতে কোনও অসুবিধা নেই ৷ খেলা হবে ৷"
অন্যদিকে, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সুর চড়ান সায়নী ঘোষ ৷ বলেন, "আগে নকশাল ৷ তারপর সিপিএম-এ গিয়ে বুদ্ধদেব হলেন আঙ্কল ৷ তারপর মমতাদি হলেন ছোট বোন ৷ আর এখন নরেন্দ্র মোদি হলেন বাবা ! তৃণমূলের দুধ-কলা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কামড়াতে যাচ্ছেন ! আর আপনার নাটক দেখে বাংলা হাসছে ! আপনাকে রাজ্যসভার সাংসদ করেছিল ৷ কথাগুলো বলার আগে ভাববেন ৷"