শিলিগুড়ি, 1জানুয়ারি:ভগবান শ্রীকৃষ্ণর টানে বেআইনিভাবে ভারতে প্রবেশের সময় এক বিদেশি নাগরিককে আটক করলেন এসএসবি-র জওয়ানরা। পরে খড়িবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আলেক্সান্দ্রোভ পাভেল নামে ওই ব্যক্তি রাশিয়ার বাসিন্দা। তার কাছে রাশিয়ার একটি অসম্পূর্ণ রঙিন পাসপোর্টও পাওয়া গিয়েছে। সূত্রের খবর, শনিবার ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ি ব্লকের বাজারুজোৎ এলাকার পিলারের মধ্য দিয়ে হাঁটাপথে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল ওই রাশিয়ান নাগরিক। সে সময় তাকে আটক করা হয়। কথায় অসঙ্গতি থাকায় তুলে দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে।
ধৃতকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গত নভেম্বর মাসে রাশিয়া থেকে সে নেপালে এসেছিল। নেপালের বুদ্ধ নীলকান্ত মন্দিরে এক বন্ধুর সঙ্গে থাকত। এই সময়ের মধ্যে আরও একবার ভারতে থেকে গিয়েছে। সীমান্ত পেরিয়ে দক্ষিণবঙ্গের কোনও এক ইসকন মন্দিরে বেশ কিছু দিন থাকার পর আবারও নেপালে ফিরে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের টানে আরও একবার ভারতে আসার ইচ্ছা হয় বলে দাবি আলেক্সান্দ্রোভের। বৈধ কাগজ না থাকায় বেআইনিভাবে ভারতে প্রবেশে চেষ্টা করে সে। এবার আর শেষরক্ষা হল না। তাকে আটক করলেন এসএসবি-র জওয়ানরা।