পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলে RSS শিবির, ক্ষুব্ধ মন্ত্রী

শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ কেন এভাবে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত একটি স্কুলে শিবির হবে, তা নিয়েই প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷

By

Published : Oct 12, 2019, 8:08 PM IST

Updated : Oct 12, 2019, 8:37 PM IST

মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল

শিলিগুড়ি, 12 অক্টোবর : শিলিগুড়িতে একটি বেসরকারি স্কুলে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত একটি স্কুলে RSS-র শিবির কেন হচ্ছে, এই প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ শিবিরগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের 'মগজধোলাই' করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে ব্যবস্থা নিতে প্রশাসনিক কর্তাদের উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন গৌতম দেব ৷

উত্তরবঙ্গ বিদ্যাভারতী পরিচালিত শিলিগুড়ি সারদা শিশুতীর্থে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ তা নিয়েই আজ গৌতম দেব বলেন, "আমি জেলাশাসকের সঙ্গে আলোচনা করব ৷ ওই স্কুলে RSS-র বিভিন্ন ক্যাম্প হচ্ছে ৷ আমরা স্কুল কর্তৃপক্ষকে বলব ৷ আমি বিষয়টা শিক্ষা দপ্তরের নজরে আনব ৷ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলে এই ধরনের ক্যাম্প কোনওভাবেই বাঞ্ছনীয় নয় ৷ শিক্ষার জায়গাতে শিক্ষাই হোক ৷ একেবারে ছোটো বয়স থেকে এভাবে মগজধোলাই করা হতে দেওয়া যায় না ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সরকার অনুমোদিত স্কুলে RSS শিবির চলছে, একথা স্বীকার করে নেন উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সম্পাদক পার্থ ঘোষ ৷ তিনি বলেন, "এই স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর অনুমোদন আছে এটা যেমন ঠিক, তেমনই জানা দরকার এটি আদপে বেসরকারি স্কুল৷ স্কুল ছুটি থাকাকালীন আমরা কাউকে স্কুল ব্যবহারের অনুমতি দিতেই পারি ৷ সরকারি নানা স্কুলে ছুটির সময় অনেক রাজনৈতিক দলের কর্মসূচিও হয় ৷ আমরা কোনও রাজনৈতিক দলকে স্কুল ব্যবহার করতে দিই না ৷ এখন স্কুল ছুটি চলছে ৷ RSS স্কুলের মাঠে শিবির করতে চেয়েছিল তাই দেওয়া হয়েছে ৷ এতে পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে না ৷ ছাত্রছাত্রীদের মগজধোলাইয়ের অভিযোগ ভিত্তিহীন ৷"

BJP-র জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "RSS দেশপ্রেমী তৈরি করে ৷ তাই মন্ত্রীর এত মাথা ব্যথার কারণ নেই ৷ বরং সীমান্তের মাদ্রাসাগুলিতে কী হচ্ছে তা আপনি দেখুন ৷"

Last Updated : Oct 12, 2019, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details