শিলিগুড়ি, 12 অক্টোবর : শিলিগুড়িতে একটি বেসরকারি স্কুলে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত একটি স্কুলে RSS-র শিবির কেন হচ্ছে, এই প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ শিবিরগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের 'মগজধোলাই' করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে ব্যবস্থা নিতে প্রশাসনিক কর্তাদের উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন গৌতম দেব ৷
উত্তরবঙ্গ বিদ্যাভারতী পরিচালিত শিলিগুড়ি সারদা শিশুতীর্থে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ তা নিয়েই আজ গৌতম দেব বলেন, "আমি জেলাশাসকের সঙ্গে আলোচনা করব ৷ ওই স্কুলে RSS-র বিভিন্ন ক্যাম্প হচ্ছে ৷ আমরা স্কুল কর্তৃপক্ষকে বলব ৷ আমি বিষয়টা শিক্ষা দপ্তরের নজরে আনব ৷ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলে এই ধরনের ক্যাম্প কোনওভাবেই বাঞ্ছনীয় নয় ৷ শিক্ষার জায়গাতে শিক্ষাই হোক ৷ একেবারে ছোটো বয়স থেকে এভাবে মগজধোলাই করা হতে দেওয়া যায় না ৷"