দার্জিলিং, 15 জানুয়ারি: পাহাড়ে পানীয় জলের সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর ও জিটিএ । মহকুমা ধরে শুরু হয়েছে পানীয় জলের প্রকল্পের কাজ । সে জন্য প্রথম ধাপে মিরিক মহকুমায় পানীয় জলের নয়টি প্রকল্প করতে চলেছে জিটিএ । পাহাড়ের গ্রামগুলিতে ওই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে । এ জন্য বরাদ্দ হয়েছে প্রায় 60 লক্ষ টাকা ।
পাহাড়ে পানীয় জলের সমস্যা বরাবরের । শীত এলেই সেই সমস্যা আরও বেশি প্রকট হয়ে ওঠে । তীব্র সমস্যায় পড়তে হয় পাহাড়বাসীকে । সম্প্রতি পাহাড় সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন । বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি । সেইমতো এ বার পানীয় জল প্রকল্পের উদ্যোগ নিল জিটিএ । জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপা বলেন, "পাহাড়ে পানীয় জলের সমস্যা বহুদিনের । আবার পাহাড়ে বড় প্রকল্প করা সম্ভব না । সেজন্য আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমা ধরে গ্রামে গ্রামে পানীয় জলের ছোট ছোট প্রকল্প করা হবে ।"