পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিছন থেকে ধাক্কা ট্রাকের, খাদে পড়ল গাড়ি - Accident in sevoke news

পিছন থেকে ধাক্কা ট্রাকের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ল টাটাসুমো ৷ একই ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে আরও দুটি গাড়ি ৷ ঘটনায় আহত হয়েছেন 5 জন ৷

দুর্ঘটনা

By

Published : Nov 19, 2019, 2:39 PM IST


সেবক, 19 নভেম্বর : পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ল টাটাসুমো ৷ সেই একই ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে আরও দুটি গাড়ি। ঘটনাটি সেবকের ৷

আজ সকালে সেবকে পুলিশ ফাঁড়ির কাছেই একটি টাটাসুমোকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে টাটাসুমোটি পড়ে যায় তিস্তার খাদে ৷ এরপর আরও দুটি গাড়িকেও ধাক্কা মারে ট্রাকটি ৷ ঘটনায় আহত হয়েছেন 5 জন ৷ তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ৷

যান চলাচল বন্ধ রেখে ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details