পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোহিনীর পর পাংখাবাড়ি, 24 ঘণ্টার মধ্যে ফের দুর্ঘটনা কার্শিয়াংয়ে - রোহিনীর পর পাংখাবাড়ি, 24 ঘণ্টার মধ্যে ফের দুর্ঘটনা কার্শিয়াংয়ে

রোহিনীর পর পাংখাবাড়ি ৷ 24 ঘণ্টার মধ্যে ফের দুর্ঘটনা কার্শিয়াংয়ে ৷ সোমবার সকালে একটি চারচাকা গাড়ি দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে পাংখাবাড়ি রোডের স্কুলডারা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ৷ ঘটনায় জখম হয়েছেন তিনজন ৷

road accident at pankhabari of kurseong
রোহিনীর পর পাংখাবাড়ি, 24 ঘণ্টার মধ্যে ফের দুর্ঘটনা কার্শিয়াংয়ে

By

Published : Jun 7, 2021, 7:15 PM IST

কার্শিয়াং, 7 জুন :রোহিনীর পর এবার পাংখাবাড়ি ৷ 24 ঘণ্টার মধ্যে ফের দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমায় ভয়াবহ দুর্ঘটনা ৷ এবারের ঘটনাস্থল পাংখাবাড়ি ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কার্শিয়াংয়ে ৷

সোমবার সকালে একটি চারচাকা গাড়ি দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে পাংখাবাড়ি রোডের স্কুলডারা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক-সহ তিনজন যাত্রী দার্জিলিং থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন ৷

এই সময়ে আচমকাই পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি ৷ উপরের রাস্তা থেকে কয়েকশো ফুট নীচে খাদ দিয়ে গড়িয়ে নীচের রাস্তায় গিয়ে উলটে যায় সেটি ৷ ওই দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন ৷

স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করেন ৷ পরে তাঁদের তিনজনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ৷ পুলিশের পক্ষ থেকে এই তথ্য মিললেও দুর্ঘটনায় আহতদের পরিচয় এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন :কার্শিয়াংয়ে খাদে গাড়ি পড়ে জখম তিন যুবক

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাহাড়ি রাস্তার বাঁক, তার উপর বর্ষার মরশুমে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ প্রত্যক্ষদর্শীদের কথাতেও এর প্রমাণ মিলেছে ৷ তাঁরা জানিয়েছেন, দুর্ঘটনার গাড়িটির গতিবেগ যথেষ্ট বেশি ছিল ৷ ফলে বর্ষার ভিজে রাস্তায় গাড়িটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক ৷

ABOUT THE AUTHOR

...view details