দার্জিলিং, 12 জুন: শুরুতেই বিরোধী জোটে বাঁধল জট ! কোনোরকম আলোচনা ছাড়াই জোটের বিরুদ্ধে গিয়ে একাধিক প্রার্থী ঘোষণা হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডয়ের । আর তাতে বেজায় খাপ্পা বাকি জোট সঙ্গীরা । আর অজয় এডওয়ার্ড নিজের মতো প্রার্থী ঘোষণা করতেই বিরোধী জোটে যে জট পাকতে চলেছেস তা কার্যত নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল । আর জোটের জটের পালে হাওয়া দিচ্ছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ।
সোমবার সকালে আচমকা দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের একটি গ্রাম পঞ্চায়েত আসন থেকে রেশমা গুরুংকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় । হামরো পার্টির তরফ থেকে মানপত্র তুলে দেন অজয় এডওয়ার্ড । রেশমা গুরুং হামরো পার্টির প্রতিনিধি হয়ে সিংমারী তাকদহ থেকে নির্দল হিসেবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে হামরো পার্টি সূত্রে জানা গিয়েছে । শুধু তাই নয় । বদমতাম গ্রাম পঞ্চায়েত থেকে দীপসন প্রধান, রামপুরিয়া ফরেস্ট ভিলেজ থেকে প্রিয়া তামাং, লামাহাটা গ্রাম পঞ্চায়েত থেকে ফুর্বা ভুটিয়া, তাকদাহ গ্লেনবার্ন পঞ্চায়েত সমিতিতে ফুর্বা লেকি ভুটিয়াকে, ডান্ডা গ্রাম পঞ্চায়েত থেকে রোশনী তামাংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে হামরো পার্টি ।
এই বিষয়ে বেজায় চটেছেন জোটসঙ্গী জিএনএলএফ নেতা নীরজ জিম্বা ও গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি । নীরজ জিম্বা বলেন, "খুব অন্যায় হয়েছে। জোটে থেকে জোট বিরোধী কাজ করেছেন অজয় এডওয়ার্ড । জোট নীতি মানেননি । তিনি নিজেই হাতেপায়ে পড়ে জোটে থাকতে রাতের অন্ধকারে সাংসদ রাজু বিস্তার বাড়িতে গিয়েছিলেন । এখন নিজেই প্রার্থী ঘোষণা করছেন ।"