শিলিগুড়ি, 21 ডিসেম্বর: দীর্ঘ 18 বছর পর ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হল কোনও বাঙালির ৷ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের প্রথম এগারোয় জায়গা পাওয়ায় অভিষেক হল শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ হচ্ছে ৷
এর আগে ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন রুমেলি ধর ৷ 2005 সালের 21 নভেম্বর তাঁর টেস্ট অভিষেক হয় । ঠিক 18 বছর পর 2023 সালের 21 ডিসেম্বর মহিলাদের টেস্ট ক্রিকেট ফরম্যাটে এবার অভিষেক হল রিচা ঘোষের । আর রিচা দলে জায়গা করে নিতেই উচ্ছ্বসিত তাঁর পরিবার, কোচ থেকে ক্রিকেট অনুরাগী সবাই ।
এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরতেই রিচাকে ঘিরে মেতে উঠেছিল সারা শিলিগুড়ি শহর । বাংলাদেশ সফরে বাদ পরার পরেও নিজের প্রশিক্ষণে আরও বেশি জোর দিয়েছিল রিচা । ফলস্বরূপ এশিয়ান গেমসের দলে সুযোগ পেতেই ভালো পারফর্ম করেন তিনি । টি-20, ওয়ান ডে-র পর এবার টেস্ট ক্রিকেটে অভিষেক হল রিচার । তবে এই ফরম্যাট সম্পূর্ণ আলাদা । যেকারণে আরও বেশি মনোযোগ বজায় রাখতে হবে রিচাকে বলে মনে করছে ক্রিকেটমহল । শিলিগুড়ি থেকে পাপালি অর্থাৎ ঋদ্ধিমান সাহার পর আরেক খেলোয়াড় জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন । এতে উচ্ছ্বসিত শহরবাসী ।