পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Richa Ghosh New Journey: 'দ্য হান্ড্রেড' খেলতে লন্ডন পাড়ি দিলেন রিচা ঘোষ - Wicket Keeper Batter Richa Ghosh

Richa Ghosh Play in The Hundred for London Spirit: 1 অগস্ট থেকে শুরু হচ্ছে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট ৷ সেই টুর্নামেন্টে অংশ নিতে লন্ডন পাড়ি দিলেন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার রিচা ঘোষ ৷ আজ সকালে কলকাতা থেকে বিমান ধরেন রিচা ৷

Richa Ghosh ETV BHARAT
Richa Ghosh

By

Published : Jul 28, 2023, 1:24 PM IST

শিলিগুড়ি, 28 জুলাই: লন্ডন স্পিরিটের হয়ে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ড রওনা দিলেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৷ আজ সকালে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷ রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ইটিভি ভারতকে এ কথা জানিয়েছেন ৷ উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-20 এবং ওয়ান-ডে সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি রিচা ৷ তারপর এই টুর্নামেন্টে জর্জিয়া রেডমাইনের জায়গায় রিচা ঘোষকে উইকেট-কিপার ব্যাটার হিসেবে দলে নেয় লন্ডন স্পিরিট ৷

রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, " রিচা এই সুযোগ পাওয়ায় ভালো লাগছে ৷ এই নিয়ে দ্বিতীয়বার বিদেশের প্রিমিয়র লিগে জায়গা পেল ৷ আজ সকালেই লন্ডনের বিমান ধরেছে রিচা ৷ বাংলাদেশ স্কোয়াডে জায়গা না পাওয়ায় নিজের প্র‍্যাক্টিস ছাড়েনি ৷ ফোকাস না হারিয়ে প্রশিক্ষণ চালিয়ে গিয়েছিল ৷" শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ বর্মা বলেন, "রিচা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় আমরা কিছুটা হতাশ হয়েছিলাম ৷ কিন্তু, রিচা ফের নিজেকে প্রমাণ করল, যে সে দমে যায়নি ৷ বিদেশের প্রিমিয়র লিগে সুযোগ পাওয়ায় আমরা খুশি ৷"

ভারতীয় মহিলা দলের উইকেট-কিপার ব্যাটার রিচা বাংলাদেশ সিরিজে দলে সুযোগ না পেলেও, এশিয়ান গেমসের 15 জনের দলে রয়েছেন ৷ তার আগে 1 অগস্ট থেকে তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ড আয়োজিত দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নিজের ফর্ম ঝালিয়ে নেওয়া সুযোগ পাবেন রিচা ৷ এর আগে মহিলাদের বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেছিলেন তিনি ৷ পরবর্তী সময়ে বিসিসিআই আয়োজিত উইমেন্স প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও সুযোগ পান রিচা ৷

আরও পড়ুন:ঈশানের ব্যাটে, কুলদীপ-মুকেশদের বলে জয় ভারতের

এবার ব্রিটেনের মাটিতে ক্রিকেটর 100 বলের ম্যাচে খেলবেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট-কিপার ব্যাটার ৷ উল্লেখ্য, রিচা ছাড়াও ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে খেলবেন ৷ হরমনপ্রীত কৌর ট্রেন্ট রকেটস এবং স্মৃতি মন্ধানা সাউদার্ন ব্রেভের হয়ে খেলবেন 'দ্য হান্ড্রেড'-এ ৷

ABOUT THE AUTHOR

...view details