শিলিগুড়ি, 28 জুলাই: লন্ডন স্পিরিটের হয়ে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ড রওনা দিলেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৷ আজ সকালে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ৷ রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ইটিভি ভারতকে এ কথা জানিয়েছেন ৷ উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-20 এবং ওয়ান-ডে সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি রিচা ৷ তারপর এই টুর্নামেন্টে জর্জিয়া রেডমাইনের জায়গায় রিচা ঘোষকে উইকেট-কিপার ব্যাটার হিসেবে দলে নেয় লন্ডন স্পিরিট ৷
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, " রিচা এই সুযোগ পাওয়ায় ভালো লাগছে ৷ এই নিয়ে দ্বিতীয়বার বিদেশের প্রিমিয়র লিগে জায়গা পেল ৷ আজ সকালেই লন্ডনের বিমান ধরেছে রিচা ৷ বাংলাদেশ স্কোয়াডে জায়গা না পাওয়ায় নিজের প্র্যাক্টিস ছাড়েনি ৷ ফোকাস না হারিয়ে প্রশিক্ষণ চালিয়ে গিয়েছিল ৷" শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ বর্মা বলেন, "রিচা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় আমরা কিছুটা হতাশ হয়েছিলাম ৷ কিন্তু, রিচা ফের নিজেকে প্রমাণ করল, যে সে দমে যায়নি ৷ বিদেশের প্রিমিয়র লিগে সুযোগ পাওয়ায় আমরা খুশি ৷"