পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Richa Ghosh: বাড়ি ফিরছে সোনার মেয়ে, জন্মদিনে বিশেষ আয়োজনে বাবা-মা - এশিয়ান গেমস

এশিয়ান গেমসে জয় পেয়ে উচ্ছ্বসিত রিচার পরিবার ৷ আট বছর পর জন্মদিনে বাড়িতে থাকবে রিচা, জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন পরিবারের ৷

রিচা ও তাঁর পরিবার
Richa Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 1:12 PM IST

রিচার জন্মদিনে বিশেষ আয়োজনে বাবা-মা

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে সোনা জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই দলের সদস্য শিলিগুড়ির সুভাষপল্লীর ঘোষ পরিবারের মেয়ে রিচা। রিচা-সহ ভারতীয় দলের জয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবার। আগামিকাল শিলিগুড়ি আসছেন রিচা। এখন অপেক্ষা করছেন সোনার এর ঘরে ফেরার।

এই প্রথম এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে অংশ নিয়েছে ভারত। আর নেমেই সোনা পেলেন স্মৃতি, শেফালি বর্মারা। চিনের হ্যাংঝাউতে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এশিয়ান গেমসে ক্রিকেটে গোল্ড মেডেল জয়ী ভারতীয় মহিলাদের দলে রয়েছেন মেয়ে রিচা ঘোষ। তাঁর ব্যাটিং, কিপিং নজর কেড়েছে সকলেরই ৷ সফল বাংলার উইকেট কিপার রিচা ঘোষ। সেপ্টেম্বর রিচার জন্মদিন। বিগত সাত-আট বছর ধরে জন্মদিনের দিন কখনওই বাড়িতে থাকতে পারেনি সোনার মেয়ে। তবে এবার সুযোগ এসেছে। তাও আবার এশিয়ান গেমসে সোনা পাওয়ার ঠিক দু'দিন পরেই। ফলে বাড়তি উদ্দীপনা এবং উৎসাহ রয়েছে পরিবারের মধ্যে।

তাঁরা এখন মেয়ের এই জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে চাইছেন। চাইছেন সারপ্রাইজ দিতে। বেশ কিছু পরিকল্পনা রয়েছে, তবে এই মুহূর্তে সংবাদমাধ্যম সামনে মুখ খুলতে চাইছেন না রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। মাও মেয়ের পছন্দের কিছু খাবার বানানোর চেষ্টা করবেন। তবে সব সময় পছন্দের জিনিস খাওয়া রিচার পক্ষে এখন সম্ভব নয়। ডায়েট মেনে খেতে হয়। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, রবিবার রাতে মেয়ের সঙ্গে কথা হয়েছিল। তবে ক্রিকেট নিয়ে কোনও কথা হয়নি। যা কথা হয়েছে ক্রিকেটের বাইরে। তবে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন।

তিনি বলেন, "বুধবার অর্থাৎ আগামিকাল শিলিগুড়ি ফেরার কথা। মেয়ের এই সাফল্য অন্য যে কোনও টুর্নামেন্ট জয়ের চেয়ে অনেক বেশি। এশিয়ান গেমসে পদক আনা সকলের স্বপ্ন থাকে। যা মেয়ের মাধ্যমে পূরণ হয়েছে। আরও সাফল্যের আকাঙ্খা বাড়িয়ে দিয়েছে এই জয়। আগামীতে এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে। দেশের নাম উজ্জ্বল করায় আমি গর্বিত রিচার জন্য। গোটা টিম খুব ভালো পারফরম্যান্স দিয়েছে।"

আরও পড়ুন:জন্মদিনের চার দিন আগে এশিয়া সেরা মেয়ে, গর্বিত তিতাসের পরিবার

ABOUT THE AUTHOR

...view details