পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 টাকা করে অতিরিক্ত টিফিন ভাতা পাবেন শিলিগুড়ির পৌরকর্মীরা - corona die

জঞ্জাল সাফাই, জল সরবরাহ, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ভালো কাজ করছেন । তাই তাঁদের উৎসাহ দিতে দৈনিক 100 টাকা করে অতিরিক্ত ভাতা দেওয়া হবে । জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ।

Relief fund in Siliguri to prevent corona virus, extra 100 rupees to municipal workers for tiffin
কোরোনা মোকাবিলায় শিলিগুড়িতে পৌরকর্মীদের 100 টাকা করে অতিরিক্ত টিফিন ভাতা

By

Published : Mar 26, 2020, 7:23 PM IST

শিলিগুড়ি, 26 মার্চ : কোরোনা মোকাবিলায় শিলিগুড়িতে তৈরি হবে ত্রাণ তহবিল ৷ খোলা হচ্ছে কন্ট্রোল রুমও ৷ আর জঞ্জাল সাফাই সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পৌরকর্মীদের কাজে উৎসাহ দিতে দৈনিক 100 টাকা করে অতিরিক্ত টিফিন ভাতা দেবে শিলিগুড়ি পৌরনিগম ৷ পাশাপাশি, যাঁরা পৌরনিগম থেকে চাল পান তাঁদের এপ্রিল মাস থেকেই অতিরিক্ত 5 কিলোগ্রাম করে চাল দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান মেয়র অশোক ভট্টাচার্য ।

এই ত্রাণ তহবিলে প্রত্যেক কাউন্সিলর 10 হাজার টাকা করে দেবেন ৷ অশোকবাবু বলেন, "জঞ্জাল সাফাই, জল সরবরাহ, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ভালো কাজ করছেন । তাই তাঁদের উৎসাহ দিতেই দৈনিক 100 টাকা করে অতিরিক্ত ভাতা দেওয়া হবে । বাড়তি টাকা পৌরনিগম তাদের নিজস্ব তহবিল থেকে দেবে । কিছু সংখ্যক কর্মী কাজে আসছেন না । তাঁদেরও দ্রুত কাজে যোগ দিতে বলা হচ্ছে । শিলিগুড়িতে কোরোনা মোকাবিলায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম । সেখানে থাকবেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা । মানুষের নানা সুবিধা-অসুবিধায় প্রয়োজনে তাঁদের সাহায্য করবে ওই কন্ট্রোল রুম । "

মেয়র বলেন, " এভাবে পরিস্থিতি মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানো হবে । প্রত্যেক বাম কাউন্সিলর যে 10 হাজার টাকা করে মেয়র রিলিফ ফান্ডে দেবেন, তা দিয়ে কেনা হবে মাস্ক, স্যানিটাইজ়ার । "

ABOUT THE AUTHOR

...view details