দার্জিলিং, 20 জানুয়ারি: এসএসবি ও বন বিভাগের দু'টি পৃথক অভিযানে (SSB and Forest Department) পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার হাতির দাঁত এবং গরু। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে আবার গরু পাচারের অভিযোগে এক নাবালককেও গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
জানা গিয়েছে, প্রথম অভিযানটি চালানো হয় নকশালবাড়ি ব্লকে। নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে 12টি গরু-সহ এসএসবির হাতে ধরা পরে এক নাবালক। বৃহস্পতিবার মাঝরাতে নকশালবাড়ির লালিজোত এলাকা থেকে ছ'টি গরু আটক করেন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বাকি ছ'টি গোরু আটক করেন 8 নম্বর ব্যাটালিয়নের বড় মণিরাম আউটপোস্টের জওয়ানরা। বড় মণিরাম আউটপোস্টের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুখবীর শিং জানান, তারাবাড়ি এলাকা থেকে ছ'টি গরু-সহ এক নাবালককে গরু পাচার করতে গিয়ে ধরা হয়। নাবালক কুমারসিংজোত এলাকার বাসিন্দা। গরু-সহ আটক নাবালককে নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালককে শুক্রবার দার্জিলিং জুভেনাইল আদালতে পাঠানো হবে। গরুগুলি তোতারাম জোত খোয়ারে পাঠানো হয়েছে।