শিলিগুড়ি , 12 জুলাই : দু'দিন ধরে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ৷ আজও পরিস্থিতি একইরকম থাকবে ৷
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে , গত 24 ঘণ্টায় গজলডোবায় বৃষ্টি হয়েছে 463.4 মিমি, নেওড়া এলাকায় বৃষ্টি হয়েছে 235.6 মিমি । জলপাইগুড়িতে কিছুটা কম বৃষ্টি হয়েছে । সেখানে বৃষ্টির পরিমাণ 145.4 মিমি । আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টি হয়েছে । সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 345.4 মিমি । শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে 232.0 মিমি ।
বৃষ্টির জেরে ডাবগ্রাম-ফুলবাড়ি সহ শিলিগুড়ির কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শক্তিগড় সংলগ্ন অশোকনগর এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকেছে । জল জমেছে ইস্টার্ন বাইপাস লাগোয়া একাধিক এলাকায় । দার্জিলিং মোড় সংলগ্ন কয়েকটি এলাকায় জল জমেছে । এছাড়া মাটিগাড়া ব্লক ও ফাঁসিদেওয়া ব্লকের বহু এলাকা জলমগ্ন ।