পশ্চিমবঙ্গ

west bengal

পাঁচ বছরের রেকর্ড ভেঙে পয়লা জানুয়ারি চিড়িয়াখানা থেকে বেনজির আয় রাজ্যের

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 7:05 AM IST

Updated : Jan 3, 2024, 9:43 AM IST

Record Income from Zoo: গত পাঁচ বছরের সর্বোচ্চ আয় করেছে রাজ্যের চিড়িয়াখানাগুলি, এমনটাই জানা গিয়েছে বন দফতর সূত্রে খবর। পয়লা জানুয়ারির হিসেবে আয়ের নিরিখে সবার উপরে আছে আলিপুর চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ক। লিখলেন ইটিভি ভারতের প্রতিনিধি শুভদীপ রায় নন্দী ৷

রেকর্ড আয় বন দফতরের
Record Income from Zoo

শিলিগুড়ি, 2 জানুয়ারি: গত পাঁচ বছরের রেকর্ড ভাঙল বন দফতর। ইংরেজি নতুন বছরের প্রথম দিন নয়া রেকর্ড গড়ল রাজ্যের বন দফতর। পয়লা জানুয়ারির হিসেবে গত পাঁচ বছরের সর্বোচ্চ আয় করেছে রাজ্যের চিড়িয়াখানাগুলি। এমনই খবর দফতর সূত্রে। স্বভাবতই রাজ্যের চিড়িয়াখানাগুলির এই আয়ে উচ্ছ্বসিত বন দফতর ও জু অথোরিটি। তথ্য বলছে, রেকর্ড গড়েছে আলিপুর চিড়িয়াখানা, বেঙ্গল সাফারি পার্ক, পদ্মজা নাইডু হিমালয়ান জুয়োলজিক্যাল পার্ক, হরিনালায়া চিড়িয়াখানা, রসিকবিলের মতো চিড়িয়াখানাগুলি।

প্রত্যেকটি চিড়িয়াখানাতেই উপচে পড়া ভিড়

1 জানুয়ারির দিন রাজ্য বন দফতর ও জু অথোরিটির অধীনে 11টি চিড়িয়াখানা এতদিনের একদিনের সর্বোচ্চ আয়কে ছাপিয়ে গিয়েছে। সবমিলিয়ে রাজ্য বন দফতরের আয় হয়েছে 62 লক্ষ টাকা। মোট পর্যটকের সংখ্যা ছিল 1 লক্ষ 21 হাজারেরও কিছু বেশি। জু অথোরিটির সচিব সৌরভ চৌধুরী বলেন, "ইংরেজি নতুন বছরের প্রথম দিন দারুণ আয় হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটি চিড়িয়াখানাতেই উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। আগামীতে আরও বেশি পর্যটক আসবে বলে আমাদের আশা।"

এই আয়ে উচ্ছ্বসিত বন দফতর ও জু অথোরিটি

তিনি জানান, পর্যটকদের সুবিধার্থে চিড়িয়াখানাগুলোতে বসার জায়গা, মাতৃদুগ্ধ পান করার আলাদা বিভাগ, শিশুদের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টস, চিড়িয়াখার ভিতর চলাচলের পথ, শৌচাগার আরও উন্নত করা হয়েছে। টিকিট কেটে ঢুকে অবসর সময় ভালোভাবে কাটাতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, "1 জানুয়ারি একদিনে রেকর্ড আয় হয়েছে সাফারি পার্কে। পার্কে ঠাসা ভিড় ছিল ৷ আমরা আগে থেকে প্রত্যেকে এইদিনটির জন্য প্রস্তুত ছিলাম।"

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "বহু দেশ বিদেশের পর্যটক এদিন চিড়িয়াখানায় এসেছিলেন। গতবারের তুলনায় এবার অনেক বেশি পর্যটক এসেছিলেন।"

  • জানা গিয়েছে, কলকাতার আলিপুর চিড়িয়াখানা'য় 1 জানুয়ারি 84 হাজার 800 পর্যটক এসেছিলেন। এদিন কর্তৃপক্ষের আয় হয়েছে 41 লক্ষ টাকা। বেঙ্গল সাফারি পার্কে ওইদিনই আসে 7 হাজার 965 জন পর্যটক। আয় হয় 9 লক্ষ 9 হাজার টাকা ৷
  • দার্জিলিং চিড়িয়াখানা'র পর্যটক আসে প্রায় সাড়ে 4 হাজার। আয় হয় 3 লক্ষ 20 হাজার টাকা।
  • হরিনালায়া মিনি জু'তে আগত পর্যটকদের সংখ্যা প্রায় 7 হাজার। আয় হয়েছে রেকর্ড ভাঙা 3 লক্ষ 40 হাজার টাকা।
  • আয়ের দিক থেকে এই প্রথমবার সর্বোচ্চ আয় করেছে রসিক বিল'ও। 1 জানুয়ারি রসিকবিলে আগত পর্যটকদের সংখ্যা 17 হাজার। আয় হয়েছে 3 লক্ষ 96 হাজার টাকা।
  • নতুন চিড়িয়াখানা হিসেবে তাক লাগিয়েছে গরচুমুক চিড়িয়াখানা'ও। একদিনে গরচুমুক চিড়িয়াখানায় এসেছিলেন প্রায় 8 হাজার পর্যটক। আয় হয়েছে প্রায় 2 লক্ষ টাকা।

আরও পড়ুন:

  1. গতবারের রেকর্ড ভেঙে আয়ের নজির বেঙ্গল সাফারি পার্কে, নতুন বছরে ঢেলে সাজাতে বরাদ্দ আড়াই কোটি
  2. রেকর্ড আয়ের পথে বেঙ্গল সাফারি পার্ক, নয়া বিভাগের উদ্বোধন মন্ত্রী বীরবাহার
  3. ভাঙাচোরা বিক্রি করে 186 কোটির রেকর্ড আয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের
Last Updated : Jan 3, 2024, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details