শিলিগুড়ি, 18 অগস্ট: মাংস দিয়ে মুড়ি খেতে গিয়ে মহিলার গলায় আটকে গিয়েছিল তিন সেন্টিমিটার লম্বা একটি লোহার তার । প্রথমে বুঝতে পারেননি তিনি । পরে তাঁর খাদ্যনালীতে সেই লোহার তার আটকে থাকতে দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের । বিরল অস্ত্রোপচার করে সেই তার বের করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ।
গলায় বেঁধে লোহার তার: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ওই মহিলার নাম আকলামি খাতুন । 14 অগস্ট আকলামি খাতুন মুড়ি খাচ্ছিলেন মাংস দিয়ে । মুড়ির মধ্যে থাকা তিন সেন্টিমিটারের একটি লোহার তার তাঁর গলায় ঢুকে যায় । এরপর তিনি অসুস্থ বোধ করতে থাকেন ।
দুই হাসপাতালে ব্যর্থ হন চিকিৎসকরা: প্রাথমিকভাবে সকলে মনে করেছিলেন যে, তাঁর গলায় মাংসের হাড় বিঁধে রয়েছে । ঘরোয়া কয়েকটি টোটকা প্রথমে প্রয়োগ করা হয় । কিন্তু তাতে কোনও কাজ হয়নি । রাতে বিষয়টি গুরুতর আকার নেয় । তখন তাঁকে ইসলামপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানকার চিকিৎসকরা তাঁকে বিহারের কিষাণগঞ্জে পাঠান । সেখানকার চিকিৎসকরাও সেই লোহার তার বের করতে ব্যর্থ হন । পরিকাঠামো না থাকায় তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।