শিলিগুড়ি, 24 মার্চ:"রামপুরহাটের ঘটনা অপমানে আমাদের মাথা হেঁট করেছে।" এভাবেই ফের একবার রামপুরহাট কাণ্ড নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি পৌঁছান তিনি (Governor Reacts on Bagtui Village Case)। এরপর সেখান থেকে সড়কপথে শালুগাড়ার বিএসএফের সেনা ছাউনিতে যান। সেখানে মহিলা জওয়ানদের পাসিং দ্যা প্য়ারেড অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেখান থেকে সোজা ফের বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপুরহাট কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যপাল বলেন, "আমার ভিডিও বার্তা দেখুন, টুইটার দেখুন। আর তার সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছি, সেটিও দেখুন। আপনারা সব জানতে পারবেন। সেটি একটি অপমানজনক ঘটনা। গণতন্ত্র ও শাসনের উপর একটি গভীর ক্ষত। এই ঘটনা অপমানে আমাদের মাথা নত করেছে।"