পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় তৃণমূলকে টেক্কা BJP-র

আজ সকালে রামনবমী উদযাপন কমিটির তরফে শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল। অন্যদিকে, রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ও রামনবমী মহোৎসব সমিতি। এছাড়াও, অরাজনৈতিকভাবে একাধিক শোভাযাত্রা আয়োজন করে BJP।

রামনবমীর মিছিল

By

Published : Apr 14, 2019, 6:15 PM IST

শিলিগুড়ি, 14 এপ্রিল : রামনবমীকে সামনে রেখে শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে শক্তি প্রদর্শনীতে মেতে উঠল তৃণমূল কংগ্রেস এবং BJP। যদিও দিনের শেষে শক্তি প্রদর্শনীতে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে গেল BJP।

আজ সকালে রামনবমী উদযাপন কমিটির তরফে শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দেব। আজ BJP-র অনুকরণে তৃণমূলের শোভাযাত্রাতেও আওয়াজ ওঠে জয় শ্রী রাম। এদিকে, রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ও রামনবমী মহোৎসব সমিতি। এছাড়াও, অরাজনৈতিকভাবে একাধিক শোভাযাত্রা আয়োজন করে BJP।

উভয়পক্ষের আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় আজ বহু মানুষ অংশ নেন। এর ফলে শিলিগুড়ি শহরে যানজট তৈরি হয়। দুপুরের পর থেকে গাড়িগুলি ঘুরপথে চালানো হয়। এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক DCP বলেন, "আজ কিছু গাড়ি ঘুরপথে চালানো হচ্ছে। যদিও খুব একটা সমস্যা হচ্ছে না।"

নির্বাচনী প্রচারকে সামনে রেখে আজ রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন BJP প্রার্থী রাজু বিস্তা। তিনি বলেন, "আমরা সকলেই রাম ভক্ত। আজ শুরু থেকে শেষ পর্যন্ত রাম ভক্তদেরই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে বিপুল ভোটে জয়ী হচ্ছি।" অন্যদিকে, গৌতম দেব বলেন, "ধর্ম যার যার। তবে উৎসব সবার। আমরা সব উৎসবে সামিল হই সমানভাবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details