দার্জিলিং, ২৭ মার্চ : "আমার জন্য কোনও গোর্খার মাথা নত হতে দেব না। জিতব, এটা আমার ইগো নয়, এবিষয়ে আমি কনফিডেন্ট।" - গতকাল দার্জিলিং লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একথা বললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। BJP-র এই প্রার্থীকে সমর্থন করেছে GNLF ও মোর্চার বিমলপন্থী শিবির।
গতকাল রাজু দার্জিলিংয়ের জেলাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান। তাঁর সঙ্গে BJP, GNLF সমর্থকরা ছাড়াও ছিলেন মোর্চার বহু বিমলপন্থী কর্মী ও সমর্থক। মনোনয়নপত্র পেশের সময় বারংবার "বিমল গুরুং জিন্দাবাদ" স্লোগান ওঠে।