শিলিগুড়ি, 5 ফেব্রুয়ারি: পাহাড়গামী জাতীয় সড়কের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গড়করিকেও হস্তক্ষেপের আবেদন করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।
সম্প্রতি কালিম্পংয়ের 29 মাইলে 10 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি চারচাকা গাড়ি তিস্তায় তলিয়ে যায়। মৃত্যু হয় পাঁচজনের। তারপরই 10 নম্বর জাতীয় সড়ক প্রশস্ত এবং মেরামতের দাবি জানিয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীকে চিঠি পাঠালেন রাজু ৷
আরও পড়ুন:ভারত-নেপাল সীমান্ত রাস্তা প্রকল্পের অনুমোদন
চিঠিতে তিনি জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পং, তরাই-ডুয়ার্স এবং সিকিমে যাতায়াতের একমাত্র রাস্তা হল 10 নম্বর জাতীয় সড়ক। অথচ মাঝেমধ্যেই এই পথে দুর্ঘটনা ঘটছে। প্রায় 100 বছর আগে তিস্তার গা ঘেঁষে এই সড়ক তৈরি করা হয়েছিল। ফলে ক্রমশ তার হাল বেহাল হচ্ছে ৷ বিভিন্ন জায়গায় সঙ্কুচিত হয়ে গিয়েছে সড়কের পরিসর৷ পাশাপাশি, কালভার্ট, সেতুগুলির অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে ৷
সময় মতো সংস্কার ও দেখভালের অভাব এবং নদীভাঙন ও ধ্বসের ফলেই জাতীয় সড়ক বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত রাজুর৷ তাই অবিলম্বে 10 নম্বর জাতীয় সড়কটি সংস্কার, মেরামত এবং প্রশস্ত করার আবেদন জানিয়েছেন সাংসদ৷ একইসঙ্গে তিস্তার তীর বরাবর গার্ডওয়াল তৈরিরও প্রস্তাব দিয়েছেন রাজু৷ তাতে কোনও অঘটন ঘটলে দ্রুত উদ্ধারকাজে নামতে পারবেন উদ্ধারকারীরা ৷