শিলিগুড়ি, 28 মে : রাজ্যে আজ থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে । আর প্রথম বিমানেই দিল্লি থেকে শিলিগুড়ি ফিরলেন BJP সাংসদ রাজু বিস্তা । বিমানবন্দরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ।
রাজু বিস্তা বলেন, "আমফান বা কোরোনা মোকাবিলা, সবকিছুতেই ব্যর্থ হয়েছে বাংলার সরকার । আমরা চাই সরকার ঠিক দিশায় চলুক । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সবেতেই ব্যর্থ হয়েছেন । গোটা দেশে 25 মে থেকে বিমান পরিষেবা চালু হয়েছে । কিন্তু, এখানেও পরিষেবা শুরু করতে ব্যর্থ বাংলা ।"