শিলিগুড়ি, 30 এপ্রিল : BJP-র হয়ে মনোনয়ন পত্র জমা দিলেন GNLF-র মুখপাত্র নিরোজ জিম্বা । দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের এই কর্মসূচিতে হাজির ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু বিস্তা । GTA-র টাকার হিসাব চেয়ে বিনয় তামাংকে আক্রমণ করেন তিনি ।
রাজু বলেন, "২০১৬ সালে GTA-কে কেন্দ্রের দেওয়া ৪০ কোটি টাকা কোথায় ? উন্নয়নের টাকা কোথায় গেল ? পাহাড়ে বিশুদ্ধ পানীয় জলের জন্য ২০৫ কোটি টাকার হিসাব দেখাতে হবে । কোনও উন্নয়নই চোখে পড়ছে না । GTA-র সব টাকার হিসাব দিতে হবে বিনয় তামাংদের ।" তবে পাহাড়ে শান্তি ও উন্নয়ন থাকুক চান তিনি ।
ভিডিয়োয় শুনুন রাজু বিস্তার বক্তব্য গতকাল নিরোজ জিম্বার BJP-র হয়ে মনোনয়ন জমা করা নিয়ে রাজু বলেন, "আমার বিশ্বাস আমি ও নিরোজ জিম্বা দু'জনই জিতব । দিল্লিতে আমি ও কলকাতায় নিরোজ জিম্বা পাহাড় ও গোর্খাদের বিভিন্ন বিষয় নিয়ে আওয়াজ তুলব ।"
নিরোজ বলেন, "আসলে পাহাড়ে পুলিশের সঙ্গে জনতার লড়াই চলছে । দেখা যাক কে জেতে ।"
পাহাড়ে গণতন্ত্র ফিরিয়ে আনা, জমির অধিকার সহ একাধিক বিষয় ভোট প্রচারের ইশু হবে বলে জানিয়েছেন নিরোজ । লোকসভা ভোটে BJP-কে সমর্থন করলেও দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে BJP-GNLF-বিমলপন্থী জোটকে CPI(M)-র সমর্থন না করা নিয়ে দু'জনেই এখনও আশা ছাড়তে নারাজ ।