দার্জিলিং, 14 অগস্ট:পানিট্যাঙ্কি সীমান্তের ব্যবসা স্বাভাবিক করতে এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দ্বারস্থ হতে চলেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । ব্যবসায়ীদের আবেদনে রবি ও সোমবার পানিট্যাঙ্কি সীমান্ত পরিদর্শন করেন সাংসদ ৷ এদিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি ।
17 জুলাই নেপাল সরকারের অর্থ মন্ত্রালয় ইন্দো-নেপাল সীমান্ত থেকে 100 টাকার বেশি ব্যক্তিগত ব্যবহারের জন্য নেপালের সামগ্রী কিনলে কর দেওয়ার নির্দেশিকা জারি করেছে । আগে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেপালের জিনিস কিনলে কোনও কর লাগতো না । কর বসানো ফলে ক্রেতারাও নেপালী জিনিসপত্র কেনা থেকে মুখ ফিরিয়েছেন ৷ ক্রেতার অভাবে পানিট্যাঙ্কির ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন । প্রতিবাদে ইতিমধ্যেই ব্যবসায়ীরা সীমান্তে জোরালো আন্দোলন শুরু করেছিলেন ।
এদিনের বৈঠক শেষে রাজু বিস্তা বলেন, "পানিট্যাঙ্কিতে প্রায় 1200টি দোকান রয়েছে । মূলত নেপালের ক্রেতারা সেখান থেকে জিনিসপত্র কিনে নেপালে নিয়ে যায় । ভারত ও নেপালের সম্পর্ক ভালো । 2016 সালে ভারত ও নেপালের মধ্যে দর ও বোঝাপড়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । যা 2023 অক্টোবর পর্যন্ত বলবৎ রয়েছে । সেখানেই উল্লেখ করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসে নেপাল ও ভারত কোনও কাস্টম ডিউটি নিতে পারবে না । অথচ চুক্তি থাকার পর নেপাল সরকার যে নয়া নির্দেশিকা সম্প্রতি জারি করেছে, তা ঠিক হয়নি । তবে এর কোনও প্রভাব ভারতের বাজারে পড়বে না । এরফলেই নেপালে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পাবে । ফলে সমস্যায় পড়েছেন নেপালের নাগরিকরা । যদিও পানিট্যাঙ্কির ব্যবসায়ীদের আবেদন নিয়ে বিদেশমন্ত্রী সুহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে কথা বলবো । তাঁকে লিখিত আবেদন জানিয়েছি এই বিষয়টি নিয়ে দুই দেশের সর্বোচ্চ স্তরে আলোচনা করে স্বাভাবিক করতে । আশা করছি, খুব শীঘ্রই সব ঠিকঠাক হয়ে যাবে ।"