দার্জিলিং, 10 জুন: "পাহাড়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক আঞ্চলিক দলগুলোই । এটা কোনও বিধানসভা বা লোকসভা নির্বাচন নয় ।" এমনটাই মন্তব্য খোদ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা’র । এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে বিতর্কে সৃষ্টি হয়েছে ।
পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে বিজেপির অতোটা মাথাব্যাথা নেই এমনটাই মনে করছে রাজনৈতিকমহল । অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা । যদিও এদিনের বৈঠকে অনুপস্থিত ছিল গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি ।
শনিবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার খাপরাইলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাসভবনে জোট সঙ্গীদের নিয়ে একটি বৈঠক আয়োজিত । ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা, বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ নেতা নিরজ জিম্বা, গোরানিমোর দাওয়া পাখরিন, সিপিআরএম, সুমেতি মুক্তি মোর্চা, অখিল ভারতীয় গোর্খা লিগের সদস্যরা । সকাল থেকে দীর্ঘক্ষণ ওই বৈঠক চলে ।
এই বৈঠকের পর সাংসদ রাজু বিস্তা বলেন, "আজ সব জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক হয়েছে । এই নির্বাচনে আমরা সবাই একজোট হয়ে লড়ব । প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলিকেও আমাদের সঙ্গে আনা যায় কি না, সেই বিষয়েও আলোচনা হয়েছে ।" এরপরই প্রার্থীর বিষয়ে জানান তিনি, জোট সঙ্গীরা যে যেখানে শক্তিশালী তারা নিজেদের প্রতীকে সেখানে লড়বে । দলের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যে আটশো প্রার্থী কোথা থেকে লড়বে । মণ্ডল ও স্থানীয় স্তরে সেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । তিনি আরও জানান, এটা কোনও বিধানসভা বা লোকসভা নির্বাচন নয় । গ্রামের নির্বাচন । গ্রামের লোকরাই প্রতিদ্বন্দ্বিতা করবে ।