পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা ব্যানার্জি অ্যান্ড কম্পানি ফেল : রাজু বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে কটাক্ষ করলেন BJP-র রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ৷ আজ সাংবাদিক বৈঠকে তিনি কোরোনা ইশু নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন ৷

By

Published : Jul 4, 2020, 6:13 PM IST

রাজু বন্দ্যোপাধ্যায়
রাজু বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, 4 জুলাই : কোরোনা ইশু নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ৷ আজ শিলিগুড়িতে জেলা BJP কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "মমতা ব্যানার্জি অ্যান্ড কম্পানি ফেল ৷ শুধু লুটের সরকার চলছে ৷ এতদিন পেরিয়ে গেলেও এখনও কোরোনা মোকাবিলায় সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই ৷ টেস্ট করা হচ্ছে ৷ কিন্তু রিপোর্ট আসছে কবে ? কেউ মারা যাওয়ার পর ৷ কারও রিপোর্ট আসছে এক সপ্তাহ পরে ৷ সেক্ষেত্রেও যদি BJP নেতা-কর্মী হয়, তাহলে ইচ্ছে করে আরও দেরিতে রিপোর্ট দেওয়া হচ্ছে ৷"

আজ সাংবাদিক বৈঠকে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব ৷ এই পরিস্থিতিতে তিনি যেন উত্তরবঙ্গের মানুষের প্রতি যুদ্ধ ঘোষণা না করেন ৷ এটা রাজনীতির সময় নয় ৷" রাজ্যের মন্ত্রীদেরও কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ অনুন্নয়ন মন্ত্রী ৷ ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে ৷ আর একজন পর্যটনমন্ত্রী ৷ পর্যটন বন্ধ তাই তাঁকে এখন ঘরে বসিয়ে দেওয়া হয়েছে ৷"

বর্তমানে কোরোনা পরিস্থিতি নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এখানে কোনও সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই ৷ পরিস্থিতি মোকাবিলায় সর্বদলীয় বৈঠকে কোনও সিদ্ধান্ত হলে তা বাস্তবায়ন হচ্ছে না ৷ এক কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের প্রাণ নিয়ে খেলছেন ৷"

রেশন দুর্নীতি নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "রাজ্যে এখন লুটের সরকার চলছে ৷ প্রধানমন্ত্রীর তরফে বিনে পয়সায় চাল, ডাল দেওয়ার কথা ঘোষণা হতেই তৃণমূল নেতারা খুশি ৷ তাঁরা সেসব বিক্রি করে পুজোর বোনাস পাওয়ার আশায় রয়েছেন ৷ তবে, এসব হতে দেব না ৷ ব্লক স্তরে প্রতিটি রেশন দোকানে সরকারি নির্দেশিকা টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ৷ সর্বতভাবে দুর্নীতি রোখা হবে ৷ এতে মানুষই এগিয়ে আসছে ৷"

ABOUT THE AUTHOR

...view details