দার্জিলিং, 9 জানুয়ারি: বারবার কেন লাইনচ্যুত হচ্ছে টয়ট্রেন ? এ বার তা সরেজমিনে খতিয়ে দেখলেন রেলের উচ্চপদস্থ আধকারিকরা । মঙ্গলবার সকাল থেকেই দার্জিলিং হিমালয়ান রেলের প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখতে ময়দানে নামেন আধিকারিকরা ।
জানা গিয়েছে, এ দিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দর কুমার, সিনিয়ার কমার্শিয়াল ম্যানেজার প্রশান্ত কুমার, ডিএইচআরের আধিকারিক-সহ অন্যান্যরা । এ দিন রেলের আধিকারিকরা শালবাড়ি, রংটং থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত পরিদর্শন করবেন ।
জানুয়ারি মাসেই একাধিকবার লাইনচ্যুত হয়েছে টয়ট্রেন । মাঝে তিনদিনে দু'বার ঘুম রেল স্টেশনের কাছে একই জায়গায় লাইনচ্যুত হয় পর্যটক বোঝাই টয়ট্রেন । এছাড়াও মাঝেমধ্যেই ঘটেছে টয়ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ বা ত্রুটির ঘটনা । ইঞ্জিন বিকল হওয়ার কারণে টয়ট্রেন থেকে নামিয়ে পর্যটকদের সড়কপথে পাঠানো হয়েছিল গন্তব্যে। বারবার এই ধরনের ঘটনায় একদিকে যেমন রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনই পর্যটকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হচ্ছিল । যে কারণে এ বার সব খতিয়ে দেখতে ময়দানে নামে রেল আধিকারিকরা ।