পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Express: রাজ্যের তৃতীয় বন্দে ভারতের সূচনা আগামী 29 মে, শিলিগুড়িতে জানালেন যাত্রী সুবিধা কমিটির চেয়ারম্যান

হাওড়া থেকে নিউজলপাইগুড়ি ও পুরীর মধ্যে দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আগেই হয়েছে ৷ এবার তৃতীয় বন্দে ভারতের সূচনা হতে চলেছে আগামী 29 মে ৷ শুক্রবার শিলিগুড়িতে রেলের যাত্রী সুবিধা কমিটির তরফে জানানো হয়েছে, ওইদিন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Vande Bharat Express
Vande Bharat Express

By

Published : May 26, 2023, 4:52 PM IST

Updated : May 26, 2023, 5:55 PM IST

শিলিগুড়িতে জানালেন যাত্রী সুবিধা কমিটির চেয়ারম্যান

শিলিগুড়ি, 26 মে: আগামী 29 মে সূচনা হতে চলেছে রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের । নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান রেল বোর্ডের প্যাসেঞ্জার এমেনিটিস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান পি কৃষ্ণদাস ।

বৃহস্পতি ও শুক্রবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের পাঁচটি স্টেশন পরিদর্শন করেন পিএসি কমিটির সদস্যরা । নকশালবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি টাউন ও নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পরিদর্শন করেন তাঁরা । পরিদর্শনের পর যাত্রী পরিষেবা, স্বচ্ছতা-সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন পিএসি কমিটির সদস্যরা ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিএসি কমিটির চেয়ারম্যান পি কৃষ্ণদাস বলেন, "বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস 29 মে সূচনা হতে চলেছে । নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী । পাশাপাশি বাংলার 92টি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে ।" তিনি জানান, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন হিসেবে তৈরি কর‍তে 350 কোটি বরাদ্দ করা হয়েছে । সেই কাজ 2024-25 আর্থিক বছরের মধ্যে শেষ হবে । অন্যদিকে, সেভক রংপো রেল প্রকল্পের কাজও 2024-এর মধ্যে শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ।

সাংবাদিক বৈঠকে রেল বোর্ডের প্যাসেঞ্জার এমেনিটিস কমিটি র চেয়ারম্যান পি কৃষ্ণদাস

এ দিন নিউ জলপাইগুড়িকে নতুন রেল ডিভিশন করার দাবি তুললেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক বিজেপির শিখা চট্টোপাধ্যায় । শুক্রবার রেলবোর্ডের প্যাসেঞ্জার অ্যামিনিটি কমিটি সদস্যের কাছে এমনই দাবি তুলেছেন বিধায়ক । তাঁর দাবি, শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ৷ এমনকি আগামীতে এই স্টেশন থেকে নাথুলা সীমান্ত পর্যন্ত রেলপথ বিস্তার হতে চলেছে । সেই বিষয়গুলিকে মাথায় রেখে আরও বেশি পরিকাঠামোগত উন্নয়ন করতে হলে নিউ জলপাইগুড়িতে নতুন একটি ডিভিশনের প্রয়োজনীয়তা রয়েছে ৷

তাঁর দাবি যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন পিএসির চেয়ারম্যান পি কৃষ্ণদাস । এমনটাই দাবি করেছেন পিএসি চেয়ারম্যান ও বিধায়ক । ওয়াকিবহাল মহলের দাবি, নতুন এই ডিভিশন গড়ে উঠলে আগামীতে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে । পিএসির চেয়ারম্যান পি কৃষ্ণদাস বলেন, "আমাদের কাছে এই বিষয়ে স্থানীয় বিধায়ক নিউ জলপাইগুড়িকে নতুন ডিভিশন বানাতে আবেদন জানিয়েছেন । তাঁর এই দাবি আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব ।"

আরও পড়ুন:মোদির হাত ধরে যাত্রা শুরু দিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের

Last Updated : May 26, 2023, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details