শিলিগুড়ি, 26 মে: আগামী 29 মে সূচনা হতে চলেছে রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের । নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান রেল বোর্ডের প্যাসেঞ্জার এমেনিটিস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান পি কৃষ্ণদাস ।
বৃহস্পতি ও শুক্রবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের পাঁচটি স্টেশন পরিদর্শন করেন পিএসি কমিটির সদস্যরা । নকশালবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি টাউন ও নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পরিদর্শন করেন তাঁরা । পরিদর্শনের পর যাত্রী পরিষেবা, স্বচ্ছতা-সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন পিএসি কমিটির সদস্যরা ।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিএসি কমিটির চেয়ারম্যান পি কৃষ্ণদাস বলেন, "বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস 29 মে সূচনা হতে চলেছে । নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারতের সূচনা করবেন প্রধানমন্ত্রী । পাশাপাশি বাংলার 92টি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে ।" তিনি জানান, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন হিসেবে তৈরি করতে 350 কোটি বরাদ্দ করা হয়েছে । সেই কাজ 2024-25 আর্থিক বছরের মধ্যে শেষ হবে । অন্যদিকে, সেভক রংপো রেল প্রকল্পের কাজও 2024-এর মধ্যে শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ।