পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 31, 2019, 3:30 PM IST

ETV Bharat / state

দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরাতে : রাহুল

"দিদিকে বলো কর্মসূচির জন্য যে ওয়েবসাইট খোলা হয়েছিল তা অচল ৷ মিথ্যা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নিচুতলার কর্মীরাই একথা বলছেন ৷ এইজন্য কর্মসূচির নাম পালটে "দিদি বলবেন না" করা উচিত ছিল ৷" আজ শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন BJP নেতা রাহুল সিনহা ৷

রাহুল

শিলিগুড়ি, 31 জুলাই : "তৃণমূলের নিচুতলার কর্মীরা বলছেন, সারদা-নারদে লাখ লাখ টাকা তৃণমূল নেতারা নিয়েছে ৷ দিদি তৃণমূলের নিচুস্তরের কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার কথা বলছেন অথচ ওই নেতাদের সারদা-নারদের টাকা ফেরত দিতে বলছেন না কেন ? দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরত দিতে ৷ আমার মনে হয় বহু তৃণমূলের নেতা এবারের পুজো জেলে বসেই দেখবেন ৷" আজ শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন BJP নেতা রাহুল সিনহা ৷

সাংবাদিক বৈঠক করছেন রাহুল সিনহা

আজ সদস্য সংগ্রহ অভিযানের জন্য শিলিগুড়ি যান রাহুল ৷ সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সদস্যপদ সংগ্রহ করেন ৷ এরপর সাংবাদিক বৈঠক করেন ৷ বলেন, "এই রাজ্যে মহিলা পরিচালিত সরকার ৷ তবুও রাজ্যে তিন তালাকের বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিল পাশ হওয়ার শেষ পর্যন্ত কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তিন তালাকের বিরোধিতা করে গেছে ৷ এই বিষয়টি আমরা রাজ্যের সাধারণ মানুষের কাছে নিয়ে যাব ৷ এই বিল পাশের ফলে অত্যাচারিত, নিপীড়িত মুসলিম মহিলারা আমাদের পাশে আসবেন ।"

সোমবার "দিদিকে বলো" কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ, এই কর্মসূচি চালু করার পরদিন থেকেই অচল হয়ে পড়ে এই কর্মসূচির জন্য চালু হওয়া ওয়েবসাইট ৷ এমন কী ফোন নম্বরেও ফোন ঢুকছে না বলে একাধিকবার অভিযোগ উঠছে ৷ এপ্রসঙ্গে রাহুল বলেন, "দিদিকে বলো কর্মসূচির জন্য যে ওয়েবসাইট খোলা হয়েছিল তা অচল ৷ মিথ্যা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নিচুতলার কর্মীরাই একথা বলছেন ৷ এইজন্য কর্মসূচির নাম পালটে "দিদি বলবেন না" করা উচিত ছিল ৷"

ABOUT THE AUTHOR

...view details