পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rabindra Jayanti in Nepali: মংপুতে বিশেষ অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী পালিত হবে নেপালী সংস্কৃতিতেও

রবীন্দ্র জয়ন্তীতে মংপুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ শুধু তাই নয়, রবীন্দ্র জয়ন্তী পালিত হতে চলেছে নেপালী সংস্কৃতিতেও ৷

Rabindra Jayanti in Nepali
রবীন্দ্র জয়ন্তী

By

Published : May 8, 2023, 5:26 PM IST

দার্জিলিং, 8 মে:পাহাড়ের নেপালী সংস্কৃতিতে পালন করা হবে রবীন্দ্র জয়ন্তী । রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে পাহাড় জুড়ে ৷ মঙ্গলবার দার্জিলিং জেলা তথ্য সংস্কৃতি বিভাগ, কার্শিয়াং তথ্য সংস্কৃতি বিভাগ ও শিলিগুড়ি মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের তরফে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয় । ভবন সেজে উঠছে ফুলের মালায় । পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে শিল্পীরা আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে । উপস্থিত থাকবেন দার্জিলিং-এর জেলাশাসক এস পুন্নমবলম, জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ অন্যান্য অতিথিরা ।

মংপুর বাড়িতে কবিগুরু এসেছিলেন চারবার । তিনি প্রথম আসেন 1938 সালের 21 মে, তারপর 1939 সালের 14 মে ও 12 সেপ্টেম্বর এবং সবশেষে 1940 সালের 21 এপ্রিল । সেখানে তাঁর ব্যবহৃত নানা জিনিস রয়েছে । এমনকী তার আঁকা ছবি, লেখা, কবিতাও রয়েছে । ওই ভবন মাঝে সংস্কারের অভাবে ধুঁকছিল । পরে রাজ্যে পালাবদল হলে বর্তমান রাজ্য সরকার ওই ভবন সংস্কার করে ।

মংপুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

2017 সাল থেকে ভবন সংস্কার শুরু হয় ও 2022 সালে সেই কাজ শেষ হয়েছে । শুধু তাই নয়, এই ভবন এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ । তবে রবীন্দ্র জয়ন্তীতে সকলের জন্য এখানে থাকে অবারিত দ্বার । ওইদিন নানা অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠবে রবীন্দ্র ভবন । এমনকী নেপালি ভাষায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন হবে । শিলিগুড়ি থেকে দুটি দল যাচ্ছে মংপুতে । এছাড়া কার্শিয়াং ও দার্জিলিং থেকেও সাংস্কৃতিক দল আসবে । সবমিলিয়ে জমজমাট আয়োজন করা হয়েছে ।

কবিগুরুর মংপুর বাড়ি

এ বিষয়ে তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক জয়ন্ত মল্লিক বলেন, "প্রতি বছরের ন্যায় এ বছরও সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে । নাচ, গান, কবিতা পরিবেশনের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ বক্তব্যও রাখা হবে এই অনুষ্ঠানে।"

মংপুর বাড়িতে জড়িয়ে রয়েছে কবিগুরুর স্মৃতি

আরও পড়ুন:রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে পঞ্চায়েত অফিসে যেতে বাধা, রাস্তাতেই অবস্থান BJP সাংসদের

ABOUT THE AUTHOR

...view details