দার্জিলিং, 9 মে:কবিগুরু আর পাহাড় ওতপ্রোতভাবে জড়িত ৷ বলা যায় কবিগুরুর জীবনের অনেকটা সময় কাটিয়েছেন পাহাড়ে ৷ সেখানে সৃষ্টি করেছেন অনবদ্য সব রচনা ৷ বিশ্বকবি তাঁর সৃষ্টির মধ্যে পাহাড়ি সৌন্দর্যকে মিশিয়ে দিয়েছেন ৷ তাছাড়া কবির অত্যন্ত প্রিয় স্থান ছিল শৈলরানী ৷ দার্জিলিঙের সৌন্দ্যর্যকে তুলে ধরেছেন তাঁর কবিতায় ৷ পাহাড়বাসীর কাছেও কবিগুরু শ্রেষ্ঠ ৷ তাই পাহাড়বাসীও বিশ্বকবির জন্মদিন পালন করতে ভোলেনি ৷ সোমবার মংপু ও গৌরীবাসে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী (Rabindra Jayanti Celebration)।
১৯৩৮ সালে রবীন্দ্রনাথ প্রথমবার গিয়েছিলেন মংপুতে। সেখানে গিয়ে সুরেলা ভবনে সময় কাটাতেন। কিছুদিন পরে সেই জায়গা পছন্দ না হওয়ায় বন্ধু মনিমোহন সেনকে জানালে তিনি তাকে নিজের বাংলোতে নিয়ে যান। মনিমোহনবাবু ওই সময় কুইনাইন কারখানার ম্যনেজার ছিলেন। সেখানেই বেশ কয়েকবার এসেছিলেন বিশ্বকবি। তিনি সেখানে বসেই 'জন্মদিনে, নবজাতক ও সানাই কবিতা লিখেছিলেন। কিন্তু সুরেলা ভবন আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে । মন্ত্রী থাকাকালীন গৌতম দেব ও তৎকালীন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং ওই ভবনটি পরিদর্শন করেন । তা সংস্কারের জন্য দু'কোটি টাকা আর্থিক বরাদ্দও করেছিলেন ।
এই হেরিটেজ ভবনের সংস্কারের জন্য উদ্যোগী হয়েছে সিঙ্কোনা কারখানার বর্তমান ম্যানেজার স্যামুয়েল রাই । মংপুর এই বাংলো এখন রবীন্দ্র ভবনে পরিণত। এই রবীন্দ্র ভবনে কবিগুরুর নিজের হাতে লেখা কবিতা, নিজের হাতে আঁকা ছবি সহ তার ব্যবহৃত আসবাবপত্র রয়েছে। এখন এই ভবন দেখতে ভিড় জমান এই রাজ্য সহ ভিন রাজ্যের পর্যটকরাও ।