কুস্তিগীরদের হেনস্থায় শিলিগুড়িতে প্রতিবাদ শিলিগুড়ি, 29 মে:দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে উত্তাল গোটা দেশ । নিন্দায় সরব রাজ্য-রাজনীতি। আর সেই ঘটনার প্রতিবাদে সোমবার শিলিগুড়িতে দফায়-দফায় আন্দোলন ক্রীড়াপ্রেমী ও রাজনৈতিক দলের। ক্ষোভে ফুঁসছে শহরবাসী। প্রতিবাদ ক্রীড়াপ্রেমী সংগঠনগুলির ।
কুস্তিগীরদের উপর পুলিশি অত্যাচার ও পদক জয়ী কুস্তিগীরদের গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করে ডিএসও, ডিওয়াইও ও বাম ছাত্র সংগঠন এসএফআই । শিলিগুড়ির কোর্ট মোড় থেকে শুরু হয় ওই মিছিল । মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে । একই অভিযোগে কালো কাপড় বেঁধে এদিন মৌন প্রতিবাদ জানায় শিলিগুড়ি স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ।
দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ির গান্ধিমূর্তির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানায় স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা । অন্যদিকে, ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শহরে প্রতিবাদ মিছিল করে বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মী সমর্থকরা । সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল শুরু হয় । মিছিলটি শহরের হিলকার্ট রোড পরিক্রমা করে ।
আরও পড়ুন :উদ্বোধনের উচ্ছ্বাসেই হেনস্তা 'সোনার' ছেলে-মেয়েদের, আলোকচ্ছ্বটাতেও দেশে নিকষ অন্ধকার
এই বিষয়ে ডিএসওর সম্পাদক মলয় পাল বলেন, "সারা দেশের জন্য একটি কালো দিন । এভাবে ভারতের খেলোয়াড়দের পুলিশি হেনস্তা কোনওভাবেই মানা যায় না । দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে ।" স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের তরফে মনোজ বর্মা বলেন, "সারা দেশের জন্য একটি কালিমালিপ্ত দিন । এভাবে দেশের সোনার ছেলেমেয়েদের অপমান করা, অত্যাচার করা এটা ভাবাই যায় না । দেশের সম্মানহানি করা হয়েছে ।" পাশাপাশি এসএফআইয়ের জেলা সম্পাদক অঙ্কিত দে-র কথায়, কেন্দ্রের বিজেপি সরকার এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী । দেশের জন্য যারা সোনা এনেছে, গোটা বিশ্বে যারা দেশের নাম উজ্জ্বল করেছে তাদের এভাবে অপমান করা ও কথা শোনানো হচ্ছে । এটা চলতে পারে না । সারা দেশের মানুষকে এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানাচ্ছি ।